আট বছর পর জামিন পেল সারদা কান্ডে অভিযুক্ত দেবযানী, তবে এখনই নাও হতে পারে জেলমুক্তি

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৩ সালে সারদাকাণ্ডে চিটফান্ড চালানোর অপরাধে গ্রেপ্তার হন সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়। সারদার সদর দপ্তরে একজন সাধারন রিসেপশনিস্ট ছিলেন দেবযানী, কিন্তু সুদীপ্তর সঙ্গে ঘনিষ্ঠতা জেরে উল্কার গতিতে উত্থান হয় তার। শেষ পর্যন্ত কোম্পানির ডিরেক্টর হয়ে যান তিনি। যার জেরেই শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার হতে হয় সিবিআইয়ের হাতে।

b0521 whatsapp image 2019 03 14 at 2.05.05 pm

তখন থেকেই এই তদন্ত চলছে কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি ট্রায়াল। শেষ পর্যন্ত ৮ বছর বাদে জামিনে ছাড়া পেলেন দেবযানী মুখোপাধ্যায়। যদিও শুধুমাত্র বাংলার মামলাগুলির ক্ষেত্রেই জামিন পেয়েছেন তিনি। এখনো পর্যন্ত রয়ে গিয়েছে ভিন রাজ্যের মামলাগুলি। যার জেরে বাংলার মামলায় জামিন মিললেও এখনই জেল থেকে মুক্তি নাও পেতে পারেন দেবযানী।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা ছাড়াও ভুবনেশ্বরে একাধিক মামলা রয়েছে দেবযানী তথা সারদা কোম্পানির বিরুদ্ধে। ওই মামলাগুলিতে এখনও জামিন না মেলায় সিবিআই চাইলে তদন্তের স্বার্থে জেলে রাখতে পারে দেবযানীকে। সেক্ষেত্রে আবার আলাদা ভাবে আবেদন করতে হবে তার আইনজীবীকে। তবে আপাতত বাংলার মামলায় তাকে জামিন দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজেশ বিন্দাল। যদিও এই জামিনের বিরোধিতা করেছিল সিবিআই। তবে বিচারপতি বিন্দাল জানান, “আপনাদের মধ্যে সবসময় মামলা পিছিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায় কেন? একটা মামলা বলে নয় অনেকক্ষেত্রেই আপনারা এমন করেন। পরপর বেশ কয়েকটি ক্ষেত্রে আপনাদের এই প্রবণতা লক্ষ্য করছি।”

প্রসঙ্গত উল্লেখ্য, বিচারপতি তরফে জানানো হয়েছে এই মামলার শুনানি শেষ হয়েছে। আর তাই আপাতত জামিন পেতে পারেন দেবযানী। দেবযানীর বিরুদ্ধে রয়েছে কোম্পানি থেকে হিসেব বহির্ভূত টাকা নেওয়ার অভিযোগ। এই মামলার আগামী শুনানি হয়েছে বুধবার। এখন সেদিন বিচারপতি কি মত দেন সে দিকেই নজর থাকবে সকলের।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর