ঘোষিত হল দশ বছরের সেরা টি-টোয়েন্টি দল! বাদ পড়লেন ধোনি, রোহিত শর্মা।

দশ বছরের সেরা টি 20 দল বেছে নিল স্পোর্টস সাইট উইজডেন। তবে সেই দল থেকে বাদ পড়তে হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কে, সেই সাথে দলে রাখা হয়নি রোহিত শর্মাকেও। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল ধোনিকে দলে না রেখে এই দলের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে। আর এই ব্যাপারটি কিছুতেই মানতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। তারা এটা দেখে অবাক হচ্ছেন যে 10 বছরের সেরা টি-টোয়েন্টি দলে রাখা হয়নি ধোনিকে।

ভারতীয়দের মধ্যে এই দলে জায়গা করে নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। অপরদিকে কিছুদিন আগে সেরা আইপিএল দল নির্বাচন করা হয়েছে উইজডেনের তরফে। সেখানে অবশ্য ধোনি এবং রোহিত শর্মা দুজনেই জায়গা করে নিয়েছেন। সেই দলের অধিনায়ক হিসাবে রোহিত শর্মা কে বেছে নিলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে রাখা হলো না এই দুই ভারতীয় তারকা কে। কিন্তু ধারাবাহিকভাবে সমস্ত দলেই জায়গা করে নিয়েছেন বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান ভারত অধিনায়ক বিরাট কোহলি।

বিরাট কোহলি কে দলে রাখার ব্যাপারে উইজডেন জানিয়েছে যে বিরাট কোহলি হল এমন একজন ব্যাটসম্যান যিনি স্পিন এবং পেস দুই প্রকার বোলিংয়ের সামনে সমান দক্ষতায় ব্যাটিং করে যেতে পারেন। এছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেটে তিন নম্বর নেমেও বড় রানের ইনিংস খেলার ক্ষমতা রয়েছে বিরাট কোহলির মধ্যে। এছাড়া বিরাট কোহলির রানিং বিটুইন দ্য উইকেট খুব সুন্দর আর এই সমস্ত দিক বিবেচনা করেই বিরাট কোহলি কে রাখা হয়েছে দশ বছরের সেরা টি-টোয়েন্টি দলে। অপরদিকে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর বর্তমান পারফরমেন্সের ভিত্তিতে এবং ডেট ওভার বুমরাহর দুর্দান্ত বোলিংয়ের সুবাদে তাকে দশ বছরের সেরা টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে এমনটাই জানিয়েছে উইজডেন।

দশ বছরের সেরা টি-টোয়েন্টি দল:-
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), কলিন মুনরো, বিরাট কোহলি, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, জস বাটলার, মহম্মদ নবি, ডেভিড উইলি, রশিদ খান, জাসস্প্রীত বুমরাহ এবং লাসিথ মালিঙ্গা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর