ফের অ্যাটলি-দীপিকা ধামাকা! আল্লুর সঙ্গে জুটি বেঁধে কোন চমক আনছেন অভিনেত্রী?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সদ্য জানা গিয়েছিল, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্রোজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। সন্তান জন্মের পর একের পর এক প্রোজেক্ট থেকে যখন তাঁর বাদ পড়ার খবর আসছে, তখনই সুখবর এল দীপিকা অনুরাগীদের জন্য। আবারও একবার অ্যাটলির সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। এবার আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে দীপিকাকে (Deepika Padukone)।

আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা (Deepika Padukone)

সম্প্রতি পরিচালক নিজের আসন্ন ছবিতে দীপিকার সঙ্গে কাজ করার কথা ঘোষণা করেছেন তিনি। সান পিকচার্সের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়ে এই সুখবর। ভিডিওতে দেখা গিয়েছে, ছবির বিষয়ে অভিনেতাদের বোঝাচ্ছেন অ্যাটলি। দীপিকার (Deepika Padukone) মুখ দেখেই বোঝা যাচ্ছে তিনি যথেষ্ট উত্তেজিত। ভিডিওতে অ্যাকশন করতেও দেখা গিয়েছে দীপিকাকে।

Deepika padukone to be seen in atlee movie

আগেও কাজ করেছেন অ্যাটলির সঙ্গে: ছবির নাম রাখা হয়েছে এএ২এক্সএ৬। এর আগেও অ্যাটলির সঙ্গে কাজ করেছেন দীপিকা (Deepika Padukone)। ‘জওয়ান’ ছবিতে স্বল্প দৈর্ঘ্যের অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এমনকি ছবির মূল নায়িকা নয়নতারাকেও ছাপিয়ে গিয়েছিলেন দীপিকা (Deepika Padukone)। তবে এবার নতুন ছবিতে তিনিই রয়েছেন নায়িকার ভূমিকায়।

আরো পড়ুন : বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় নয়া মোড়! একইসাথে পদত্যাগ করলেন KSCA-র সচিব এবং কোষাধ্যক্ষ

উচ্ছ্বসিত দীপিকা অনুরাগীরা: দীপিকার (Deepika Padukone) নতুন ছবির ঘোষণা হতেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলিউডের সহকর্মীরা। রণবীর সিং, সামান্থা রুথ প্রভু, সোনাক্ষী সিনহার মতো তারকারা শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করেছেন। উচ্ছ্বসিত অভিনেত্রীর ভক্তরাও। এই প্রথম আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করতে চলেছেন দীপিকা (Deepika Padukone)। তাই স্বাভাবিক ভাবেই ছবির অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

আরো পড়ুন : সন্ন্যাস নেওয়ার পরেই ‘মহামণ্ডলেশ্বর’ পদ থেকে বহিষ্কার, বিতর্কিত মমতাকেই ডাক সলমনের বিগ বসে?

অ্যাটলির এই ছবিটি ছাড়াও আগামীতে ‘কল্কি ২৮৯৮ এডি’র দ্বিতীয় অংশে দেখা যাবে দীপিকাকে। এই ছবির প্রথম অংশটি দেশজুড়ে বক্স অফিসে বড়সড় সাফল্য পেয়েছিল। এবার ছবির সিক্যুয়েল নিয়েও প্রত্যাশা তৈরি হয়েছে দর্শকদের মনে। তবে ছবিগুলি কবে নাগাদ মুক্তি পাবে তা জানা যায়নি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।