দীপিকাকে যেই প্রশ্ন গুলো করতে পারে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো …

বাংলা হান্ট ডেস্কঃ বলিউড (Bollywood) অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) সুইসাইড কেসের তদন্তে ড্রাগস অ্যাঙ্গেল সামনে আসার পর নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau) তাঁদের তদন্তে গতি বাড়িয়েছে। এবার এজেন্সি ড্রাগস অ্যাঙ্গেলে সম্পূর্ণ ফোকাস করছে।

এই মামলা বলিউডের বিখ্যাত অভিনেত্রীদের নাম আসার পর ইন্ডাস্ট্রি তোলপাড় হয়ে গিয়েছে। ড্রাগস মামলায় এনসিবি দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) ২৬ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ করবে। ড্রাগস মামলায় সামনে আসা নামেদের মধ্যে সবথেকে বড় নাম হল দীপিকার। উনি একটি সিনেমার শুটিংয়ের জন্য গোয়াতে ছিলেন, NCB এর নোটিশ পাওয়ার পর বৃহস্পতিবার তিনি গোয়া থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন।

NCB ওনাকে জিজ্ঞাসা করা প্রশ্নের তালিকা তৈরি করেছে। NCB বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে যেই প্রশ্ন গুলো করতে পারে।

  • দীপিকার থেকে তাঁর পরিবারের সমস্ত তথ্য নিতে পারে NCB।
  • দীপিকার মোবাইল নম্বর নিয়ে সমস্ত ডিটেলস আর কবে থেকে সেটি ব্যবহার করা হচ্ছে, সেটি জানতে চাইতে পারে NCB।
  • NCB এটাও জিজ্ঞাসা করতে পারে যে, ২০১৭ সালে তাঁর কাছে অন্য কোনও মোবাইল নম্বর ছিল কি না?
  • করিশমা কত বছর ধরে দীপিকার ট্যালেন্ট ম্যানেজার আছে, সেটাও জানতে চাইতে পারে NCB।
  • করিশমা দীপিকার সাথে কোথায় কোথায় শুটিংয়ে গিয়েছিল?
  • ২০১৭ সালে কোকো ক্লাবে পার্টি কে আয়োজন করেছিল? ওই পার্টিতে কোন কোন বলি তারকা গিয়েছিল?
  • ২০১৭ সালের দীপিকার লিক হওয়া হোয়াটস অ্যাপ চ্যাটের সম্পর্কে জানতে চাইতে পারে NCB, এমনকি অমিত আর শেল কে, সেগুলো নিয়েও জানতে চাইতে পারে NCB।

এছাড়াও আও অনেক প্রশ্নের সন্মুখিন হতে হবে বলিউডের এই মহারথীকে। এরপরই NCB ঠিক করবে দীপিকার সাথে কি করা হবে। আপাতত ২৬ তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর