ঘটলো জল্পনার অবসান! পন্থের বদলি হিসাবে IPL অভিষেক বঙ্গ উইকেটরক্ষকের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: জল্পনা শোনা যাচ্ছিল এবং ব্যাপারটা যে নিশ্চিত হতে চলেছে তা একপ্রকার পরিষ্কার হয়ে গিয়েছিল ক্রিকেটপ্রেমীদের কাছে। অবশেষে রিশভ পন্থের (Rishabh Pant) পরিবর্ত হিসেবে বাঙালি উইকেটরক্ষক অভিষেক পোড়েলের (Abhishek Porel) নাম ঘোষণা করলো দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। গাড়ি দুর্ঘটনায় গত বছরের একদম শেষ দিকে গুরুতর যখন হওয়া পন্থ এই মরশুমে মাঠে নামতে পারছেন না দিল্লির হয়ে।

অভিষেক পোড়েল গত মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন বাংলা রঞ্জি দলের হয়ে। তারপর রঞ্জি দলের হয়ে সদ্যসমাপ্ত মরশুমে গোটা টুর্নামেন্ট জুড়ে তার পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও রঞ্জু সেমিফাইনাল ও ফাইনালে অর্ধশতরান করে সকলের নজর কেড়েছিলেন তিনি। তার সামনে যে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে সেই ব্যাপারে অনেকেই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন ইতিমধ্যেই।

   

porel brothers

কিন্তু আইপিএলে ডাক পেলেও খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই অভিষেকের। তিনি সাধারণত আগ্রাসী ক্রিকেটার হিসেবে পরিচিত হলেও মাত্র তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাংলার হয়ে। রঞ্জি ট্রফিতে তিনি মাঠে নেমেছেন ১৬ বার। ভরসার ব্যাপার একটাই সেটা হলো দিল্লি ক্যাপিটালসে স্বদেশী উইকেটরক্ষক আর কেউই নেই। তাই অভিষেকের সুযোগ পাওয়ার সম্ভাবনা কিছুটা বেড়ে যায়।

অনেকেই অভিষেকের এই সুযোগ পাওয়া নিয়ে অনেকেই কৃতিত্ব দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এই মরশুমে পার্থ জিন্দালের দলের ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে কাজ করছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। স্পষ্ট কোন খবর না পাওয়া গেলেও অনেকেই আশঙ্কা করছেন যে তার পরামর্শেই অভিষেককে দিল্লি ক্যাপিটালস দলে নিতে হয়তো রাজি হয়েছে।

কিন্তু ইংল্যান্ডের উইকেটরক্ষক সল্টকে যদি দিল্লি ক্যাপিটালস প্রথম দলে রাখে তাহলে অভিষেকের সুযোগ পাওয়ার কোন সম্ভাবনা নেই। তবে সেক্ষেত্রে বেশ কিছু ভালো বিদেশি ক্রিকেটারকে দলে জায়গা দেওয়া নিয়ে ব্যালেন্সে সমস্যায় পড়বে। ওয়ার্নার, মুস্তাফিজুর, মিচেল মার্শ, লুঙ্গি এনজিডি, রাইলি রুশো, অনরিখ নোকিয়ার মতো ক্রিকেটাররা দলের সুযোগ পাওয়ার ব্যাপারে অগ্রাধিকার পাবেন। সেক্ষেত্রে সরফরাজের মতো পার্ট-টাইম উইকেট রক্ষককে দায়িত্ব দেওয়ার বদলে অভিষেককে দায়িত্ব দেওয়াটাই বেশি যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে অনেকের।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর