মহিলা সুরক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত কেজরীবাল সরকারের, এবার প্রতিটি মহল্লায় থাকবে মহিলা মার্শাল

বাংলা হান্ট ডেস্কঃ শপথ গ্রহণ সমারোহ এর পর দিল্লীর (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) এবার অ্যাকশন মুডে আছেন। এবার দিল্লী সরকারের মহিলা এবং বাল কল্যাণ মন্ত্রালয় মহিলা সুরক্ষার জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে। মহিলা সুরক্ষাকে প্রাথমিকতা দিয়ে সরকার মোহল্লা মার্শাল মোতায়েন করতে চলেছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি মোহল্লায় মহিলাদের সুরক্ষার জন্য মার্শাল মোতায়েন করা হবে।

আরেকদিকে সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের নেতৃত্বে হওয়া আসন্ন বৈঠকে খাদ্য আপুর্তি বিভাগের তরফ থেকে রেশনকে ডোর স্টেপ ডেলিভারি যোজনার সাথে যুক্ত করার প্রস্তাব আসতে পারে। খবর শোনা যাচ্ছে যে, খাদ্য আর নাগরিক আপুর্তি মন্ত্রী ইমরান হুসেইন মানুষের ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার যোজনার আপডেটের জন্য মঙ্গলবার বিভাগের আধিকারিকদের সাথে সাক্ষাৎ করেন আর তাঁদের অতি স্বত্বর এই প্রকল্প লাগু করার নির্দেশ দেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর