দিল্লি মেট্রোয় শিকেয় উঠেছে সামাজিক দূরত্ব বিধি, ১১৪ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

রাজধানী দিল্লিতে (delhi) ১৭০ দিন বন্ধ থাকার পর খুলেছে মেট্রো ( metro rail)। খাতায় কলমে সামাজিক দূরত্বে জোর দেওয়ার কথা বলা হলেও বাস্তবের ছবি সম্পূর্ণ উল্টো। যার জেরে এবার কড়া পদক্ষেপ নিতে হল দিল্লি মেট্রোরেল কর্পোরেশনকে।

images 16 9

দিল্লি মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, ঠিক করে মাস্ক না পড়ার জন্য ২০০ জনকে সাবধান করা হয়েছে। পাশাপাশি, সামাজিক দূরত্ব বিধি না মানা ও মাস্ক না পরার জন্য ১১৪ জনকে জরিমানা করেছে মেট্রোরেল।

images 14 13

অন্যদিকে আগামীকাল থেকে চালু হচ্ছে কলকাতা মেট্রো। যদিও আজ নীট পরীক্ষার জন্য ৬৬টি রেক চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল। দিল্লির মতো মেট্রো রেলে চড়তে গেলে মানতেই হবে নতুন নিয়ম। আসুন জেনে নি নতুন নিয়মগুলি

টোকেন নয় স্মার্ট কার্ড ও ইপাস :
জানা যাচ্ছে, নিউ নর্মালে মেট্রোতে টোকেন ব্যাবহার সম্পূর্ণ বন্ধ হবে। কারন হাতে থাকে টোকেন থেকে ছড়িয়ে পড়তে পারে করোনা সংক্রমণ। এক্ষেত্রে বাধ্যতা মূলক ভাবে ব্যাবহার করতে হবে স্মার্ট কার্ড। পাশাপাশি, ইপাস ব্যাবহার করে আগে থেকে বুক করতে হবে যাত্রা।

মাস্ক বাধ্যতামূলক :
করোনা পরিস্থিতিতে সব স্থানেই মাস্ক পরিধান বাধ্যতামূলক হয়েছে। সেই নিয়ম কঠোর ভাবে মানা হবে মেট্রোতেও। মাস্ক না থাকলে স্টেশন চত্বরেও প্রবেশ নিষিদ্ধ হতে পারে।

সামাজিক দূরত্ব বিধি :
সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে মেট্রো স্টেশনে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করা হতে পারে। পাশাপাশি মেট্রোও অনেকক্ষণ দাঁড়াবে প্রতিটি স্টেশনেই। অযথা মেট্রোয় উঠতে হুরোহুরি ঠেকাতেই এই বন্দোবস্ত হতে পারে।

হ্যান্ড স্যানিটাইজার :
প্রতিটি যাত্রীর জন্য মেট্রোর তরফে থাকছে হ্যান্ড স্যানিটাইজার। যাতে স্টেশনে ঢুকেই আপনি আপনার হাত জীবানুমুক্ত করে নিতে পারেন। প্রতিটি প্ল্যাটফর্ম এ ৩ টি করে স্যানিটাইজার থাকতে পারে বলে জানা যাচ্ছে।

 

 

সম্পর্কিত খবর