করোনার ধাক্কা! মেট্রো রেলে বেতন হল অর্ধেক, এয়ার ইন্ডিয়ায় ছাঁটাই ৪৮ পাইলট

বাংলাহান্ট ডেস্কঃ করোনার ধাক্কা কিছুতেই সামলে উঠতে পারছে না ভারতের (india) অর্থনীতি। একের পর এক বেসরকারি সংস্থার পর খরচ বাঁচানোর পথে হাঁটল সরকারি সংস্থাগুলিও। এক দিকে যেমন মেট্রোরেলের (metro railway) কর্মীদের ৫০ শতাংশ বেতন কমিয়ে দেওয়া হল। অন্য দিকে সরকারি বিমান পরিষেবা এয়ার ইন্ডিয়ায় (air india)বিনা নোটিশে বরখাস্ত করা হয়েছে ৪৮ পাইলটকে।

২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লকডাউন ঘোষনার পর থেকে চলেনি দিল্লি মেট্রো। ডিএমআরসি জানিয়েছে, লকডাউনের কারনে দিল্লি মেট্রোর প্রচুর অর্থনৈতিক ক্ষতি হয়েছে। তাই কর্মীদের ৫০ শতাংশ অ্যালাউন্স কমিয়ে দেওয়া হল। আগস্ট মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

পাশাপাশি বাড়ি, ল্যাপটপ বা উৎসবের জন্য বরাদ্দ অগ্রিম টাকাও বর্তমান পরিস্থিতিতে পাওয়া যাবে না। কবে থেকে পাওয়া যাবে তা জানতে পরবর্তী নির্দেশিকা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে কর্মীদের। প্রসঙ্গত, দিল্লিতে আনলকডাউনের নতুন নির্দেশ জানানো হলেও সেই নির্দেশে মেট্রো রেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে থেকে মেট্রো রেল পুনরায় চালু হতে পারে তারও কোনো ইঙ্গিত নেই। দিল্লিতে নতুন করে ফের ছড়াচ্ছে করোনা সংক্রমণ৷ দৈনিক সংক্রমণ ১৩০০ এর বেশী। পুনরায় লকডাউনের পথে হাঁটতে পারে দেশের রাজধানী।

অন্যদিকে, বিনা নোটিশে বরখাস্ত করার অভিযোগ উঠেছে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। দাবি করা হচ্ছে, রাতারাতি ৪৮ পাইলটকে বরখাস্ত করেছে এয়ার ইণ্ডিয়া। বহুদিন ধরে ধুঁকতে থাকা এয়ার ইণ্ডিয়া লকডাউনে বিপর্যস্ত। তাই খরচ বাঁচাতে তারা কর্মী সংকোচনের পথে যাচ্ছে, এমনটাই মত বিশেষজ্ঞদের।

 

সম্পর্কিত খবর