দিল্লী থেকে গ্রেফতার কেরলের তিন কুখ্যাত ISIS জঙ্গি

বাংলা হান্ট ডেস্কঃ দেশের রাজধানী দিল্লীতে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন বড়সড় নাশকতা চালানোর উদ্দেশ্যে এসেছিল কেরলের তিন ISIS জঙ্গি। তবে তাঁদের পরিকল্পনা ভেস্তে দিয়ে দিল্লী পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। পুলিশ আধিকারিক পিএস কুশওয়াহ জানান, ধৃত তিন জঙ্গি তামিলনাড়ু থেকে পালিয়ে নেপালে গেছিল। এরা দিল্লী আর ওয়েস্টার্ন উত্তর প্রদেশে স্ট্রাইক করার ছক কষছিল। এরা সবাই ISIS এর সাথে জড়িত। আর এরা একজন হিন্দু নেতার হত্যাতেও অভিযুক্ত।

শোনা যাচ্ছে যে, দিল্লী পুলিশের স্পেশ্যাল সেল এই তিন ISIS জঙ্গিকে ধরেছে। পাওয়া তথ্য অনুযায়ী, এনকাউন্টারের পর এই তিনজনকে পাকড়াও করে দিল্লী পুলিশ। গ্রেফতার হওয়া তিন জঙ্গিই ISIS এর টেরর মডিউলের সাথে যুক্ত।

শোনা যাচ্ছে যে, এই তিন জঙ্গি ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বড়সড় হামলার ছক কষছিল। এই ব্যাপারে দিল্লী পুলিশের গোয়েন্দা বিভাগ গোপন খবর পেয়েছিল, এরপর গোটা রাজধানীতেই সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়। এরপর চরদের থেকে সূচনা পেয়ে তিনজনকে ঘিরে ফেলে পুলিশ। এনকাউন্টারের পর তিনজনকেই গ্রেফতার করা হয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর