fbpx
টাইমলাইনভারতরাজনীতি

দীপিকাকে সমর্থন ডেরেকের, ‘ছপক’ ছবির টিকিট কিনে দিলেন সহকর্মীদের

বাংলা হান্ট ডেস্কঃ জেএনইউ কাণ্ডের পর মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশি ঘোষের পাশে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকন ৷ সেই কারণে তাঁর পরবর্তী ছবি ‘ছপক’ বয়কটের ডাক দিয়েছে অনেকেই ৷ এবার তার প্রতিবাদ করে দীপিকার পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷

ওদিন জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঐশি ঘোষের পাশে দাঁড়ানোকে নেটিজেনরা দীপিকার উদ্দেশে কটু মন্তব্য করেন ৷ জেএনইউ-এর গুণ্ডাদের সমর্থন করেছেন দীপিকা। বলেছেন তিনি নাকি নিজের ছবি প্রচারের জন্য সস্তার চেষ্টা করছেন ৷ তাই তাঁর অভিনীত ‘ছপক’ বয়কটের ডাক দেওয়া হয়েছে নেটিজেনদের তরফে ৷ দেশের বিভিন্ন মহলে ছবি বয়কটের জন্য সরব হয়ে উঠেছে ৷

এই পরিস্থিতি অভিনেত্রীকে সমর্থন জানালেন তৃণমূল নেতা তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷ নিজের সহকর্মীদের ‘ছপক’ ছবির টিকিট কেটে দিয়ে সমর্থন জানান ডেরেক৷ সহকর্মীদের উত্সাহিত করেছেন ছবিটি দেখার জন্য। ডেরেক নিজের টুইটার হ্যান্ডেলে একথা নিজেই জানিয়েছেন।

রাজনীতির ময়দানে যাঁর নাম এর আগে কখনই শোনা যায়নি। সেরকম কোনও বিতর্কেও জড়িয়ে পড়েননি তিনি। সেই দীপিকা এখন সমালোচনার শিরোনামে। জেএনইউ কাণ্ডের পর বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে ঐশি ঘোষের পাশে দাঁড়িয়ে নিজেকে রাজনীতির ময়দানে শুধু এনেই ফেলেননি, সেই সঙ্গে  তাঁর ফ্যানেরদের একাংশের মধ্যে আলোড়ল সৃষ্টি হয়েছে। ‘ছপক’ ছবির নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে সিনেপ্রেমীদের মধ্যে, দীপিকার এই পদক্ষেপ কোনও প্রভাব ফেলতে পারে, বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ৷

 

 

Back to top button
Close