অ্যাশেজ সিরিজে দুর্দান্ত ব্যাটিং করলেও স্মিথ সারাজীবন চোরই থাকবেন।

ম্যাঞ্চেস্টারে রবিবার অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের পরাজিত করে টেস্ট ম্যাচটি জিতে নিয়েছেন অস্ট্রেলিয়া। এরফলে এই মুহূর্তে 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এরফলে সিরিজের শেষ টেষ্টে অস্ট্রেলিয়া যদি ড্র করতে পারে তাহলেই এই সিরিজ পকেটে পুরে নেবে অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়ার এই জয়ের একমাত্র কারণ হচ্ছে স্টিভ স্মিথ। কারণ স্মিথের দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের জন্যই আজ অস্ট্রেলিয়া এই সিরিজ জিততে চলেছে। কিন্তু এত ভালো ব্যাটিং পারফরম্যান্স করার পরও চোর তকমা ঘোচাতে ব্যার্থ অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে। আর এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের প্রাক্তন প্রেসার স্টিভ হার্মিসন সরাসরি স্মিথকে কটাক্ষ করে বলেন যে এই মুহূর্তে হয়তো স্মিথ দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করে অস্ট্রেলিয়া দলের নায়ক হয়ে উঠেছেন, কিন্তু সারা বিশ্বের কাছে সে একজন ‘চোর’ বলে পরিচিত আছেন এবং থাকবেন।

IMG 20190909 173114

সেই সাথে এইদিন এই ইংল্যান্ড পেসার বলেন স্মিথ যতই ভালো ব্যাটিং পারফরম্যান্স করুক না কেন এই কালো দাগ তাকে আজীবন বয়ে বেড়াতে হবে। যে মানুষ ক্রিকেটার হয়ে ক্রিকেটকে কলঙ্কিত করে তাকে কখনো ক্ষমা করে না ক্রিকেট প্রেমিরা। তাই স্মিথকেও কোনদিন ক্রিকেট প্রেমীরা ক্ষমা করবেন না। তাকে সারাজীবন চোর অপদাব নিয়েই বেঁচে থাকতে হবে।

উল্লেখ্য গত বছর মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে কেপটাউনে বল বিকৃতির কারণে অভিযুক্ত হয় তৎকালীন অজি অধিনায়ক স্টিভ স্মিথ এবং তারপরে তার দোষ প্রমাণিত হওয়ায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফ থেকে এক বছরের জন্য স্মিথকে ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়, সেই সাথে চলে যায় স্মিথের অধিনায়কত্ব।

এক বছর পর অ্যাশেজ সিরিজের মধ্যে দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরলেন স্মিথ। আর টেস্ট ক্রিকেটে ফিরেই নজর কেড়ে নিয়েছেন সকলের। কারণ অ্যাশেজ সিরিজের মাত্র পাঁচ ইনিংস খেলেই স্মিথের রান দাঁড়িয়েছে 671, অপরদিকে স্মিথের ব্যাট থেকে এসেছে দুটি হাফ সেঞ্চুরি, দুটি সেঞ্চুরি সহ একটি ডবল সেঞ্চুরি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর