ভারতীয় দলে ভালো পারফরম্যান্স করলেও অশ্বিন যে অধিনায়ক হবেন সেই ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই: অনিল কুম্বলে।

এই মুহূর্তে ভারতীয় টেষ্ট ক্রিকেট দলের নিয়মিত সদস্য হলেন রবিচন্দ্রন অশ্বিন। যিনি দেশের জার্সি গায়ে টেষ্ট ক্রিকেটে দারুন পারফরম্যান্স করছেন। দেশের জার্সি ছাড়াও আইপিএলে একজন সফল ক্রিকেটার হলেন অশ্বিন। গত দুই মরশুমে আইপিএল ফ্রাঞ্চায়সি কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক ছিলেন এই ডানহাতি স্পিনার অশ্বিন। কিন্তু অশ্বিনের অধিনায়কত্বে সেই ভাবে সফল হয় নি কিংস ইলেভেন পাঞ্জাব। ফলে এই মরশুমে কিংস ইলেভেন পাঞ্জাব ছেড়ে অশ্বিনের দিল্লি ক্যাপিটালসে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু চলতি সপ্তাহেই কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম মালিক নেস ওয়াদিয়া জানিয়ে দেন অশ্বিন কে ছাড়ছে না পাঞ্জাব। অর্থাৎ এই মরশুমে অশ্বিনকে ফের দেখা যাবে পাঞ্জাবের জার্সি গায়ে।

   

তবে অশ্বিন দলে থাকলেও তিনিই যে ফের অধিনায়ক হবেন সেই ব্যাপারে নিশ্চিত ভাবে এখন কোনো কিছু জানা যায় নি। সদ্য পাঞ্জাবের হেড কোচ হিসাবে নিযুক্ত হওয়া অনিল কুম্বলেও এই ব্যাপারে স্পষ্ট ভাবে কিছু জানায়নি। কুম্বলে বলেন এই মুরশুমে পাঞ্জাব দলে কাকে অধিনায়ক করা হবে সেটা একান্তই দলের ব্যক্তিগত ব্যাপার। সেই সাথে কুম্বলে বলেন দীর্ঘ কয়েক বছর ধরে অশ্বিন ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন, টেষ্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছেন কিন্তু তার মানে এটা নয় যে অশ্বিনকে ফের পাঞ্জাবের অধিনায়ক করা হবে।

উল্লেখ্য, অনিল কুম্বলে ভারতীয় ক্রিকেট দলের একজন সফল উইকেট টেকর বোলার ছিলেন। বিভিন্ন সময়ে ভারতকে একা হাতে ম্যাচ জিতিয়েছেন এই কুম্বলে। এমনকি ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের ভুমিকাতেও দেখা গিয়েছে অনিল কুম্বলেকে। 2017 সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত হেরে যাওয়ার পর ভারত অধিনায়ক বিরাট কোহলির সাথে সম্পর্কের অবনতি ঘটে অনিল কুম্বলের ফলে হেড কোচের পদ থেকে তিনি পদত্যাগ করেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর