SBI গ্রাহকরা সাবধান! এই নিয়ম অমান্য করে ATM থেকে টাকা তুললে হবে জরিমানা

বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন ধরেই এটিএম ট্রানজেকশনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম পরিবর্তন করেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। তার সঙ্গে বহাল রয়েছে আগের বেশ কিছু নিয়মও। নিয়মগুলি না জানলে, বেশ কিছু ক্ষেত্রে শুধু শুধুই ক্ষতির মুখে পড়তে হতে পারে আপনাকে। আর তাই আজ আমরা এসবিআইয়ের এটিএম ট্রানজাকশন এবং লেনদেন সংক্রান্ত বেশ কিছু নিয়ম নিয়ে আলোচনা করব।

★ প্রথমেই জানিয়ে রাখি, সাধারণত এসবিআই অমেট্রো শহরের জন্য দশটি ফ্রী এটিএম ট্রানজেকশনের অনুমতি দেয়। এক্ষেত্রে পাঁচটি ট্রানজেকশন করা যাবে এসবিআইয়ের নিজস্ব এটিএম কার্ডে এবং অন্য পাঁচটি অন্য ব্যাঙ্কের এটিএম কার্ডের ক্ষেত্রে। মেট্রো শহরের ক্ষেত্রে অবশ্য মাত্র ৮ টি ফ্রী ট্রানজাকশন পাবেন গ্রাহকরা, এক্ষেত্রে পাঁচটি এসবিআইয়ের নিজস্ব এটিএম কার্ডের ক্ষেত্রে এবং তিনটি অন্যান্য ব্যাঙ্কের এটিএম কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য। এক মাসে এর বেশি এটিএম ট্রানজেকশন করলে তার জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে গ্রাহকদের।

★ যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে এবং আপনি এটিএম ট্রানজাকশন করেন, তাহলে প্রতিটি ফেলড ট্রানজাকশনের জন্য কুড়ি টাকা এবং অতিরিক্ত জিএসটি কর জরিমানা দিতে হবে আপনাকে। এই নিয়ম অন্যান্য ব্যাঙ্কের ক্ষেত্রেও চালু রয়েছে। তাই সর্বদা এটিএম ট্রানজেকশন করার আগে ব্যালেন্স চেক করে নিন। এছাড়াও এসএমএসের মাধ্যমে নিজের সেভিং অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন আপনি।

★ গত বছর সেপ্টেম্বরে এটিএম লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বদলানো হয়েছিল। তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ম হলো, এখন থেকে ১০ হাজার টাকার বেশি একসঙ্গে তুলতে গেলে শুধুমাত্র এটিএম পিন দিলেই হবে না, তার সঙ্গে মোবাইলে আসা ওটিপি নম্বর দিতে হবে আপনাকে। সাইবারক্রাইম থেকে বাঁচতেই এই নিয়ম চালু করেছে এসবিআই।

sbi bank

★এসবিআই আরও জানিয়েছে অনেক ক্ষেত্রে এটিএমে লেনদেন ব্যর্থ হয়। অর্থাৎ সমস্ত প্রসেস পালন করার পরেও টাকা পাওয়া যায় না, অথচ ততক্ষণে অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে নেওয়া হয়েছে। এসবিআই জানিয়েছে, এক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কিছুই নেই ব্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইটে কমপ্লেন করলে পুরো টাকাই ৭ দিনের মধ্যে ফেরত পাবেন আপনি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর