১০০ টাকার কমে ফ্রি কলিং, ডেটা আরও অনেক কিছু! ধামাকা অফার Jio, Airtel, Vi-এর

বাংলা হান্ট ডেস্কঃ টেলিকমের দুনিয়ায় বিশেষত জিওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য গ্রাহকদের কাছে একের পর এক দুর্দান্ত অফার এনেছে কোম্পানিগুলি। আজ আলোচনা করব এমন কিছু রিচার্জ প্ল্যান নিয়ে যার দাম ১০০ টাকার কম। মূলত তিনটি পরিচিত টেলিকম কোম্পানি জিও, ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেলের ১০০ টাকার নিচের তিনটি প্ল্যান নিয়ে আলোচনা করে আমরা দেখে নেবো কোন প্ল্যানটি আপনার জন্য হতে পারে সেরা এবং সাশ্রয়ী।

জিও-র ৯৮ টাকার রিচার্জ প্ল্যানঃ

এই প্ল্যানের বৈধতার মেয়াদ মাত্র ১৪ দিন। তবে এক্ষেত্রে প্রতিদিন ১.৫ জিবি ডেটা দেওয়া হচ্ছে গ্রাহকদের। একই সঙ্গে যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা দেওয়া হচ্ছে এই প্ল্যানে। অর্থাৎ মোট ১৪ দিনে ২১ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। এছাড়াও মিলবে JioTV, JioCinema, JioNews, JioSecurity এবং JioCloud এর ফ্রী সাবস্ক্রিপশন।

জিও-র ৭৫ টাকা রিচার্জ প্ল্যানঃ

প্রথমেই জানিয়ে রাখি এই অফার শুধুমাত্র জিও ফোন ব্যবহারকারীদের জন্য। এক্ষেত্রে প্রতিদিন ০.৫ জিবি ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ মোট ৭ জিবি ডেটা পাবেন গ্রাহকরা, কারণ এর বৈধতার মেয়াদ ১৪ দিন। এছাড়াও রয়েছে আনলিমিটেড কলিং এবং ৫০ টি এসএমএস পাঠানোর সুবিধা। তাছাড়া জিও অ্যাপসের সাবস্ক্রিপশন তো পাচ্ছেনই আপনি।

এয়ারটেলের ৯৮ টাকার প্ল্যানঃ

জানিয়ে রাখি এয়ারটেলের এই প্ল্যানের বৈধতার মেয়াদ ২৮ দিন। ব্যবহারকারীরা ২৮ দিনের জন্য মোট ১২ জিবি ডেটা পাবেন এই প্ল্যানে। তবে এই প্ল্যান শুধুই ইন্টারনেট সুবিধা দেয়, অর্থাৎ আপনার মোবাইলে কোম্পানির যে অন্য সক্রিয় প্ল্যান থাকবে সেই অনুযায়ী ভয়েস কলিং এবং এসএমএস পাঠানোর সুবিধা পাবেন আপনি। এই প্ল্যান আপনাকে শুধু দেবে ১২ জিবি ডেটা। একইসঙ্গে জানিয়ে রাখি এক্ষেত্রে দৈনিক ডেটা ব্যবহারের কোন সীমাবদ্ধতা নেই।

ভোডাফোন আইডিয়ার ৯৯ টাকার প্ল্যানঃ

এই প্ল্যানের বৈধতার মেয়াদ ১৮ দিন। এই ক্ষেত্রেও গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলের সুবিধা। এছাড়াও ২০০ এমবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

vi jio airtel

ভোডাফোন আইডিয়ার ৯৮ টাকার প্ল্যানঃ

ভোডাফোন আইডিয়ার ৯৮ টাকার এই প্ল্যানে ডবল ডেটা অফার পান গ্রাহকরা। অর্থাৎ এ ক্ষেত্রে দেওয়া হয় ৬+৬ মোট ১২ জিবি ডেটা। জানিয়ে রাখি এয়ারটেলের মতোই এই প্ল্যানের বৈধতার মেয়াদ ২৮ দিন। এক্ষেত্রেও ভয়েস কলিং সংক্রান্ত কোন সুবিধা পাবেন না আপনি। তবে দৈনিক ডেটা ব্যবহারের কোন সীমাবদ্ধতা নেই।

এছাড়াও তিনটি কোম্পানির বেশকিছু রিচার্জ প্ল্যান রয়েছে যথেষ্ট আকর্ষণীয়। এবার গ্রাহককেই বেছে নিতে হবে কোনটি তার জন্য সবথেকে বেশি সুবিধাজনক।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর