এবার প্রয়োজনে তুলতে পারেন অ্যাকাউন্টে জমা টাকার থেকেও বেশি টাকা, দুরন্ত সুযোগ SBI-র

বাংলা হান্ট ডেস্কঃ অনেকেই ব্যাংক থেকে লোন নিতে খুব বেশি পছন্দ করেন না, একদিকে যেমন মাসিক ইএমআইয়ের ঝঞ্ঝাট তেমনি সময়ের আগে লোন শোধ করতে গেলে দিতে হয় প্রি পেমেন্ট চার্জ নিয়ে থাকে ব্যাংক কর্তৃপক্ষ। আর সেই কারণেই অনেকের পছন্দ করেন ওভারড্রাফট। এবার এসবিআই তার গ্রাহকদের জন্য নিয়ে এলো এসবিআইএর বিশেষ ওভারড্রাফট সুবিধা। অর্থাৎ এখন থেকে চাইলে ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকার থেকেও বেশি টাকা তুলতে পারবেন গ্রাহকরা।

আসুন জেনে নেওয়া যাক এই ওভারড্রাফট ঠিক কি? প্রথমেই জানিয়ে রাখি ওভারড্রাফট এক ধরনের লোনই। তবে এক্ষেত্রে সাধারণ লোনের তুলনায় বেশ কিছু সুবিধা রয়েছে। এক্ষেত্রেও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফিরিয়ে দিতে হয় গ্রাহকদের, জানিয়ে রাখি প্রতিদিনের ভিত্তিতেই কিন্তু সুদ দিতে হবে আপনাকে। ব্যাংক বা নন ফিনান্সিয়াল ব্যাংকিং কোম্পানি এক্ষেত্রে ওভার ড্রাফট দিতে পারে।

ওভারড্রাফট সাধারণত দুই ধরনের হয় একটি সুরক্ষিত ওভারড্রাফট এবং অন্যটি অসুরক্ষিত ওভারড্রাফট। প্রথমটির ক্ষেত্রে আবেদনকারীকে ফিক্সড ডিপোজিট, শেয়ার, বাড়ি, জমি, সম্পত্তি, ইনসুরেন্স পলিসি, স্যালারি এমনকি বন্ড পর্যন্ত জমা রাখতে হয়। তবে দ্বিতীয় ক্ষেত্রে কোন কিছু জমা না রেখেই ওভারড্রাফট নেওয়া যেতে পারে। ক্রেডিট কার্ডকে একটি এ ধরনের ওভারড্রাফটের উদাহরণ হিসেবে ধরা যেতে পারে।

SBI overdraft facility,State Bank of India India,bank offer,overdraft offer,India,এসবিআই ওভারড্রাফ্ট সুবিধা,স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,ব্যাঙ্ক অফার,ওভারড্রাফ্ট অফার,ভারত

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে বিশেষ ওভারড্রাফট দিচ্ছে সেক্ষেত্রে মাসে মাসে ইএমআই দেওয়ার কোনো ঝঞ্ঝাট নেই। আপনি টাকা কয়েক লপ্তে বা একবারেও শোধ দিতে পারেন। জানিয়ে রাখি কিছু কিছু গ্রাহকদের ক্ষেত্রে এমনিতেই ওভারড্রাফটের সুবিধা দিয়ে থাকে ব্যাংক কর্তৃপক্ষ। এক্ষেত্রে জনধন অ্যাকাউন্ট ব্যবহারকারীরা কিংবা স্যালারি অ্যাকাউন্ট ব্যবহারকারীরা সাধারণত এই সুবিধা পেয়ে থাকেন। তবে সাধারণ গ্রাহকরা ওভারড্রাফটের জন্য আবেদন করতে পারেন। আপনি চাইলে লিখিত আবেদন বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাঙ্কের এই পরিষেবা পেয়ে যাবেন।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর