বাবার খাবারের ব‍্যবসায় একসময় বাসনপত্র ধুতেন, অতীত আর ফিরে দেখতে চান না সুপারস্টার দেব

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের প্রথম সারির অভিনেতা বলতে সবার প্রথমেই আসবে দেবের (dev) নাম। দীপক অধিকারী থেকে দেব হয়ে ওঠার সফরটা সহজ ছিল না খুব একটা। ‘পাগলু’ থেকে ‘গোলন্দাজ’এর সফরটাও যথেষ্ট স্মৃতিমেদুর। একসময় বাবাকে খাবারের ব‍্যবসার কাজে সাহায‍্য করেছেন। এখন তিনি টলিউডের সুপারস্টার।

   

কিন্তু এখন আর ফেলে আসা স্মৃতি ফিরে দেখতে চান না দেব। টলিউডে পা রাখার আগে মুম্বইতে কাজ করেছেন তিনি। আব্বাস মস্তানের ‘টারজান: দ‍্য ওয়ান্ডার কার’ ছবিতে পর্দার পেছনে কাজ করেছিলেন দেব। বাবার ব‍্যবসায় সাহায‍্য করার সময়ে বাসন পত্র ধোওয়া থেকে শুরু করে খাবার পরিবেশন পর্যন্ত করেছেন তিনি।


দেবের কথায়, এসব অতীত পেছন ফিরে দেখা মানে সময় নষ্ট। উপরন্তু তাঁর ভয়, এসব ভাবতে গিয়ে যদি মনে অহংকার চলে আসে। দেব জানান, তাঁর সামনে অনেক কাজ রয়েছে। ছবি করে যেতে চান তিনি। সবেমাত্র সফর শুরু করেছেন অভিনেতা। এখন অতীত হাতড়ে নষ্ট করার মতো সময় নেই তাঁর।

২০১৪ তে নিজের অভিনয় কেরিয়ারের শীর্ষে থাকার সময় রাজনীতিতে পা রেখেছিলেন দেব। এই ১০ বছরে বদলেছে অনেকটাই। দেবের কথায়, এখন রাজনীতিতে শুধু রাজটাই পড়ে আছে। নীতি আর নেই। শুধু মাত্র ‘মমতাদি’কে ভালবেসেই এত বছর ধরে রাজনীতিতে রয়েছেন তিনি। ওই মানুষটাকে না বলতে পারেন না দেব।
তবে দেব জানান, ২০২৪ এর লোকসভা ভোটে হয়তো আর প্রার্থী নাও হতে পারেন তিনি।

তবে কি দল বদলাতে চলেছেন দেব? তৃণমূল ছেড়ে অন‍্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন তিনি? সম্ভাবনা উড়িয়ে দিয়ে দেব জানান,অন‍্য কোনো দলে তিনি যোগ দেবেন না। তবে তাঁকে যদি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে ভাল হবে। দেবের মতে, ১০ বছর অনেকটা সময়। তাই সম্ভবত আগামী ভোটে তাঁকে প্রার্থী হিসাবে নাও দেখা যেতে পারে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর