পুজোর সময়ে ‘সব চলে’, মদ‍্যপানও করেন নাকি প্রসেনজিৎ? দেবের প্রশ্নে অপ্রস্তুত বুম্বাদা

বাংলাহান্ট ডেস্ক: হাতে মাত্র দু দিন সময়। তারপরেই পরীক্ষা দেব (Dev) এবং প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের (Prosenjit Chatterjee)। ‘ককপিট’ এর পর ফের কি কাজ করবে দুই সুপারস্টারের অনস্ক্রিন রসায়ন? এবারের পুজোটা তাঁদের কেমন কাটবে তা নির্ধারণ করবে ‘কাছের মানুষ’। তাই শেষ মুহূর্তের প্রচারের জন‍্য একটু সময়ও নষ্ট করতে রাজি নন ছবির প্রযোজক দেব।

এতদিন কলকাতার রাস্তায়, শপিং, পাবে ঘুরে ছবির প্রচার করেছেন দুজনে। সঙ্গে চলছে সোশ‍্যাল মিডিয়ার সদ্ব‍্যবহারও। ছবির শুটিংয়ের নেপথ‍্য দৃশ‍্য দেখতে দর্শকরা যে পছন্দ করেন সেটা দেব খুব ভাল ভাবেই জানেন। তাই মাঝে মাঝেই কাছের মানুষ এর শুটিংয়ের নেপথ‍্যের ভিডিও শেয়ার করছেন তিনি।

Dev prosenjit
এবার দেখা গেল প্রসেনজিৎকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন বাজারে। সেখানেও হয়েছে ছবির শুটিং। ভিডিওতে দেখা গেল, প্রসেনজিৎকে সঙ্গে নিয়ে সব্জিওয়ালার কাছে গিয়ে দাঁড়িয়েছেন দেব। জিজ্ঞাসা করলেন, বুম্বাদার প্রিয় সবজি কী? উত্তরে প্রসেনজিৎ দেখিয়ে দেন লাল লাল টমেটোর দিকে। দেবের প্রশ্ন, খুব স‍্যালাড ভালবাসেন নাকি তিনি?

‘হ‍্যাঁ’ বলে প্রসেনজিৎ দেখাতে থাকেন গাজর, ব্রকোলি, লেটুস সবই খান তিনি। আর পুজোর সময়? তখনো কি স‍্যালাড চলে নাকি? প্রসেনজিৎ বলেন, তখন প্রায়দিনই তিনি ভোগ খান। সপ্তমী, অষ্টমী আর নবমী তিনদিন। নবমীতে মাংস থাকে, ভোগও খান। তবে রাতে একটু রয়েসয়ে। গত দু বছর সব ঘেঁটে গিয়েছিল। তবে পুজোয় তাঁর সব চলে।

‘সব চলে’ শুনেই ‘থাম্বস আপ’ দেখান দেব। প্রথমটা বুঝতে পারেননি প্রসেনজিৎ। তিনিও থাম্বস আপ দেখান। তারপরেই দেব পান করার ভঙ্গি করেন। অর্থাৎ ‘সব’ বলতে মদ‍্যপানটাও চলে? এক মুহুর্ত সময় নিয়েই জোরে জোরে মাথা নাড়িয়ে প্রসেনজিৎ বলে ওঠেন, ‘না না’! তাঁর বলার ভঙ্গি দেখে হেসে ফেলেন দেবও।

https://www.instagram.com/reel/Ci_qtYUsgxY/?igshid=YmMyMTA2M2Y=

অভিনেতা এর আগে জানিয়েছিলেন, কলকাতার রাস্তা অলিগলি ঘুরে ঘুরে কাছের মানুষ এর শুটিং করেছেন তাঁরা। সেই সঙ্গে প্রচুর স্ট্রিট ফুডও খেয়েছেন। কিছুদিন আগেই ইশা সাহার সঙ্গে ফুচকা খাওয়ার ভিডিও শেয়ার করেছিলেন দেব। সঙ্গে ঝালমুড়ি, ডালবড়া কিচ্ছু বাদ দেননি তাঁরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর