একবার শুয়ে পড়লেই প্রেম হয়ে যায় নাকি? রুক্মিনীর কথায় মন ভাঙল দেবের

বাংলাহান্ট ডেস্ক: কথা দিয়েছিলেন সোমবার প্রকাশ‍্যে আনবেন ‘কিশমিশ’ (Kishmish) এর ট্রেলার। কথা রাখলেন দেব (Dev)। আগামী ছবির প্রথম ট্রেলার মুক্তি পেল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারসের তরফে। বন্ধুত্ব, প্রেম, প্রেম ভাঙা, পরিবার, সব নিয়েই কিশমিশের গল্প। তবে এটা দেব ও রুক্মিনীর (Rukmini Moitra) গল্প নয়, টিনটিন ও রোহিণীর গল্প।

ছবিতে টিনটিন এক কলেজ পড়ুয়া ছেলে। তাঁর ভাল নাম অবশ‍্য কৃষাণু। মায়ের দেওয়া আদরের ডাক না টিনটিন। নামের সার্থকতা প্রমাণ করে টিনটিনের মাথায় ঘোরে শুধুই কার্টুন, কমিক চরিত্র। জটিল অঙ্কের তুলনায় তাকে বেশি টানে নোটবুকে আঁকিবুঁকি। ব‍্যস, নিজেকে ‘ফেলু’দা মনে হতে শুরু করে টিনটিনের।


অন‍্যদিকে রোহিণী হল কলেজের টপার গার্ল। সুন্দরী, বুদ্ধিমতি রোহিণীকে দেখে অবশ‍্য প্রথম দর্শনেই প্রেম হয়নি টিনটিনের। বরং উলটোটাই হয়েছিল। রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল দুজনে। তবে ওই যে বলে, অনেক প্রেমের সূত্রপাতই ঝগড়া দিয়ে হয়।

টিনটিনও তেমনটাই ভেবেছিল। দুজনের মনের প্রেম গড়িয়েছিল শারীরিক সম্পর্কেও। কিন্তু তারপরেই বড় ধাক্কা। রোহিণীর স্পষ্ট কথা, “একদিন শুলেই প্রেম হয়ে যায় নাকি?” মন ভাঙার যন্ত্রণা অবসাদের খাদের দিকে ঠেলে দেয় টিনটিনকে। কিশমিশের মানে খুঁজতে বেরিয়েছিল টিনটিন রোহিণী? খুঁজে পাবে তো?

ছবিতে তিনটি সময়ের তিনটি চরিত্রে অভিনয় করেছেন দেব। একটি কলেজ পড়ুয়া টিনটিন। দ্বিতীয় তারই ভবিষ‍্যতে কমিক শিল্পী টিনটিন আর তৃতীয় চরিত্রটি বেশ অনেক বছর আগেকার। ট্রেলারটি শেয়ার করে দেব লিখেছেন, ‘আজ থেকে কিশমিশ শেখাবে ভালবাসার নতুন মানে।’

https://www.instagram.com/tv/CbXpgKeNE7m/?utm_medium=copy_link

 

দেবের প্রযোজনা সংস্থার বহু প্রতীক্ষিত ছবি ‘কিশমিশ’। সেই ২০২০ তে ছবির শুটিং শুরুর ঘোষনা সেরেছিলেন দেব। মিষ্টি প্রেমের মিষ্টি কাহিনি নিয়ে দর্শকদের মন জয় করতে তৈরি ছিল কিশমিশ। কিন্তু করোনা আবহে সে বছর পুজোয় ভেস্তে গিয়েছিল ছবির মুক্তি।

গত বছর ক্রিসমাসে ‘কিশমিশ’ মুক্তির কথা থাকলেও তার বদলে মুক্তি পায় টনিক। অবশেষে আগামী ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি। এরপর প্রজাপতি, রঘু ডাকাত ও কাছের মানুষ নামে তিনটি ছবিরও মুক্তি বাকি রয়েছে দেবের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর