দেশ এগোচ্ছে না পিছিয়ে যাচ্ছে, সরব হলেন দেব

বাংলাহান্ট ডেস্ক: তিনি সাংসদ, আবার জনপ্রিয় অভিনেতাও বটে। দুটো দিক সামলেই কাজ করতে হবে তাঁকে। আবার অতিসম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘সাঁঝবাতি’। এদিকে দেশের এই টালমাটাল অবস্থা। কোনটা বেশ ভাবাচ্ছে তাঁকে? সাংসদ অভিনেতা দীপক অধিকারী তথা দেবের মতে, ছবি নয়, বরং দেশের বর্তমান পরিস্থিতিই তাঁর উদ্বেগের কারণ এই মুহূর্তে। ‘সাঁঝবাতি’র প্রিমিয়ারের রাতে জনপ্রিয় সংবাদমাধ্যম নিউজ18 বাংলা কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন দেব।

কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে অভিনেতা মন্তব্য করেন, দেশ এগোচ্ছে না, পিছিয়ে যাচ্ছে। মানুষ অত্যাচারের জন্য পথে নামতে বাধ্য হচ্ছেন। ব্রিটিশের ডিভাইডেড রুলটাই পুনরায় ফিরে আসছে। শুধু CAA, NRC নয়, দ্রব্যমূল্যের ক্রমবৃদ্ধি, বেকার সমস্যার মতো জ্বলন্ত ইস্যুগুলোর দিকেও কেন্দ্রীয় সরকারের নজর দেওয়া উচিত বলে মনে করেন দেব। পাশাপাশি মানুষকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অনুরোধ করেন তিনি।

তাঁর সহ অভিনেত্রী তথা সাংসদ মিমি, নুসরতকেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জীর প্রতিবাদে পথে নামতে। তিনিও কি নামবেন? উত্তরে দেব বলেন, “দিদি বললেই নামব। সাধারণ মানুষের পাশে আছি।” তবে এই মুহূর্তে তাঁর প্রধান চিন্তা যে দেশ ও দেশের মানুষকে নিয়েই তা স্পষ্ট করে দিলেন তিনি। তাঁর মতে, ছবি তাঁর কাছে আছে, থাকবে। কিন্তু দেশের চেয়ে বড় আর কিছুই নেই তাঁর কাছে।

Dxxnc8IVAAAdsKV

প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে দেব ও পাওলি অভিনীত ‘সাঁঝবাতি’। এই ছবিতে ‘চাঁদু’ নামে এক বাড়ির কাজের লোকের ভূমিকায় অভিনয় করছেন দেব। ছবি নিয়েও খোলা মনে গল্প করতে দেখা গেল তাঁকে। জানালেন, পাওলির সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা। শুটিং সেটের খুনসুটির কথাও। সৌমিত্র চ্যাটার্জির সম্পর্কে বললেন, “ওঁনার আর আমার একটা মিল রয়েছে। উনি ৬০ বছর ধরে কাজ করেছেন। আমিও তাই চাই। ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি।” তবে দেবের আক্ষেপ, নাচ গানের ছবি বেশি করেছেন বলে ‘কমার্শিয়াল নায়ক’ এর তকমা লেগে গিয়েছে তাঁর গায়ে। কিন্তু এর আগেও ‘চাঁদের পাহাড়’,  ‘বুনো হাঁস’,  ‘ককপিট’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সেগুলি সেই অর্থে কমার্শিয়াল ছবি ছিল না। ঠিক তেমনই ‘সাঁঝবাতি’। তবে বেশ কিছুদিন পর ফের কাজের লোকের চরিত্রে মানুষ তাঁকে কতটা মেনে নেবে সেই নিয়ে এখনও চিন্তায় রয়েছেন দেব।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর