করোনা এবার খোদ দেবের বাড়িতে, ১৪ দিনের জন‍্য কোয়ারেন্টাইনে গেলেন তৃণমূল সাংসদ

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের পর এবার টলিউডেও (tollywood) ক্রমে থাবা বসাচ্ছে করোনা (corona)। এবার অভিনেতা তথা তৃণমূল (tmc) সাংসদ দেবের (dev) বাড়িতে হানা দিল মারণ ভাইরাস। ১৪ দিনের জন‍্য স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে (quarantine) গেলেন তিনি। এর আগে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিকের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। তাঁরা সুস্থ হওয়ার পরপরই আক্রান্ত হন।পরিচালক রাজ চক্রবর্তী।

কোয়ারেন্টাইনে যাওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছেন দেব। তাঁর হাউস ম‍্যানেজার উত্তমের করোনা ধরা পড়েছে। বাড়িতেই তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। এরপরেই নিজেও ১৪ দিনের জন‍্য কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেব।


টুইটে তিনি লেখেন, ‘আমার হাউস ম‍্যানেজার উত্তম যে কিনা আমাদের পরিবারেরই একজন সদস‍্যের মতো, তাঁর করোনা পজিটিভ ধরা পড়েছে আজ। উনি সম্পূর্ণ উপসর্গহীন। বাড়িতেই ওনাকে আইসোলেশনে রাখা হয়েছে। আমরা ১৪ দিনের জন‍্য কোয়ারেন্টাইনে যাচ্ছি। চিন্তার কোনও কারন নেই। সকলে সুস্থ থাকুন, সাবধানে থাকুন।’

দেবের টুইট পোস্ট হতেই অনুরাগীদের কমেন্টের ঢল নেমেছে। সকলেই প্রার্থনা করছেন তিনি যেন সুস্থ থাকেন। ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর সুস্থ ভাবেই তিনি ফের কাজে যোগ দিন এমনটাই কামনা করছেন সকলে।

তবে লকডাউনে সাংসদের দায়িত্ব দেব ঠিকই পালন করলেও অভিনেতা হিসাবে এখনও দেখা মেলেনি তাঁর। লকডাউনের পর সম্প্রতি ধীরে ধীরে ছন্দে ফিরছে টলিউড ইন্ডাস্ট্রি। সিরিয়ালের শুটিং তো বটেই, বেশ কয়েকটি ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে‌।

দেবেরই সহকর্মী সাংসদ নুসরত জাহান ও মিমি চক্রবর্তী ফের ফিরেছেন শুটিং ফ্লোরে। আগামী ছবি ‘SOS Kolkata’র শুটিং করছেন তাঁরা। বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ‍্যায়ের বায়োপিক তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ছবির বিষয়ে কোনও ঘোষনাই করেননি দেব।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর