fbpx
ক্রিকেটখেলাটাইমলাইন

ধোনি এবং আমি প্রায় দেড়মাস মেঝেতে ঘুমিয়েছি, গৌতম গম্ভীর।

ক্রিকেট কেরিয়ারের শুরুর দিকে ভারতীয় দল যখন কোনো বিদেশ সফরে যেত তখন এক মাসেরও বেশি সময় থাকতে হত। তখন সেই এক মাস ধরে প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে একই রুমে থাকতেন গৌতম গম্ভীর। এক ক্রিকেটীয় অনুষ্ঠানে এসে পুরোনো সেইসব দিনের কথা শেয়ার করে নিলেন প্রাক্তন বাঁহাতি ভারত ওপেনার গৌতম গম্ভীর।

গম্ভীর জানিয়েছেন তখন সবেমাত্র আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেছে মহেন্দ্র সিং ধোনি, আমারও ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকে। আমাদের বয়স অল্প ছিল। সেই সময় আমরা একবার কেনিয়া সফরে গিয়েছিলাম। সেই কেনিয়া সফরে আমাদের হোটেলের একটা ছোট্ট রুমে থাকতে দেওয়া হয়েছিল। সেই রুমে আমরা দুজন একসাথে ছিলাম। রুমটি খুব ছোটো থাকায় রুমের জায়গা বাড়ানোর জন্য আমরা রুম থেকে খাট বের করে দিয়ে মেঝেতে ঘুমোতাম।

গম্ভীর জানিয়েছেন ধোনির সাথে এক থেকে দেড় মাস একই রুমে থাকার কারণে ধোনির যাবতীয় খুঁটিনাটি বিষয়ে আমাদের আলোচনা হত। সেই সময় ধোনির খুব বড় চুল ছিল তাই ধোনি কিভাবে নিজের চুলের যত্ন নেন সেই বিষয়ে আমাদের আলোচনা চলত। তবে অধিনায়ক হিসাবে ধোনিকে খুব একটা কৃতিত্ব দিতে নারাজ গম্ভীর। গম্ভীর জানিয়েছেন ধোনি একজন খুবই সৌভাগ্যবান অধিনায়ক, কারণ সৌরভ গাঙ্গুলী অত্যন্ত কষ্ট করে যে সমস্ত টিমগুলি তৈরি করেছিলেন সেই সব টিম নিয়ে ধোনি একের পর এক আইসিসি টুর্নামেন্ট জিতেছে। ক্রিকেটের তিনটি ফরমেটে ধোনি দুর্দান্ত টিম পেয়েছিলেন তাই ধোনির কাজ অনেক সহজ হয়ে গিয়েছিল বলে মনে করেন প্রাপ্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর।

Back to top button
Close