ধোনির অবসর প্রসঙ্গে কী বলেছিলেন জাভেদ আখতার?

বাংলা Hunt  : ধোনির অবসর প্রসঙ্গে কী বলেছিলেন জাভেদ আখতার? জেনে নিন।সেমি ফাইনালে মিডল অর্ডারে ৫০ রান করেও গুপটিল দ্বারা রান আউট হয়ে ফিরে যেতে হয় ধোনি কে। ফলস্বরূপ সেমি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ফিরে দেশে ফিরতে হয় ভারতীয় দলকে।

এই ঘটনার পর থেকেই ধোনি র অবসর নিয়ে চলছে নানান জল্পনা। অনেকে মনে করেছিলেন যে সেটাই ছিলো ধোনির শেষ ম্যাচ। কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর ধোনিকে আবেদন করে অবসর না নিতে। বলেন যে ভারতীয় দলের তাকে প্রয়োজন। ধোনির এই অবসর প্রসঙ্গে মুখ খুললেন জাভেদ আখতার। টুইটারে লিখলেন ” মিডল অর্ডার ব্যাটসম্যান হোক কিংবা উইকেট কিপার। ধোনি ভীষন বিশ্বাসযোগ্য।ভিরাট কোহলি এটা স্বীকার করবেন যে খেলা বিষয় ধোনির এই অভিজ্ঞতা ভারতীয় দলের ভীষন প্রয়োজন। যে কেউ এটা বুঝতে পারে যে তার মধ্যে এখনো ক্রিকেট খেলার মনোভাব অনেকটা বাকি। তার অবসর নিয়ে কথা উঠছেই বা কেন”।

IMG 20190713 WA0199তবে বি সি সি আই এর পক্ষ থেকে জানানো হয় যে এখনি অবসর নিচ্ছেন না ধোনি। শরীর ভালো থাকলে ২০২৩ এর বিশ্বকাপ ও খেলবেন তিনি।

সম্পর্কিত খবর