ম্যাচ হেরে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হল সিএসকে অধিনায়ক ধোনিকে

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে প্রথমে ব্যাট করে দিল্লির সামনে 189 রান টার্গেট ছুঁড়ে দেয় চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ওভারের আগেই জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। এইদিন দিল্লির হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন দুই ওপেনার পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান। এই দু’জনের ব্যাটে ভর করে সহজ জয় তুলে নেয় দিল্লী।

আইপিএলের প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু করতে হল চেন্নাই সুপার কিংসকে। এছাড়াও এইদিন ব্যাট হাতেও হতাশ করেন ধোনি, শূন্য রানে আউট হন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এছাড়াও ম্যাচ শেষের পর ধোনির জন্য এল আরও একটি খারাপ খবর। দিল্লি বনাম চেন্নাই ম্যাচে স্লো ওভার রেটের কারণে বড় অঙ্কের জরিমানা দিতে হল চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।

   

এইদিন আইপিএলের তরফ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, এই ম্যাচে নির্দিষ্ট সময়ে সঠিক ওভারের থেকে বেশকিছু ওভার কম করে চেন্নাই সুপার কিংস। এটি আইসিসির স্লো ওভাররেটেড আওতায় পড়েছে। এই অপরাধের জন্য চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরকে 12 লক্ষ টাকা জরিমানা করা হল। এটি এই মরশুমে প্রথম বলে জরিমানার অঙ্ক কম ভবিষ্যতে এর পরিমান আরও বাড়বে বলে জানা গিয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর