বিশ্বক্রিকেটে বিগত ৫০ বছরে ধোনিই সেরা অধিনায়ক, গ্রেগ চ্যাপেল

বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেল কয়েকদিন আগেই বলেছিলেন, “ধোনি তার চোখে দেখা সেরা পাওয়ারফুল ব্যাটসম্যান। ধোনির সামনে তিনি নাকি একটি চ্যালেঞ্জ রেখেছিলেন, তার ফলেই ধোনি আজকে বিশ্ব ক্রিকেটে সেরা ফিনিশার হতে পেরেছেন।” এবার সেই চ্যাপেলই বললেন বিগত 50 বছরে বিশ্ব ক্রিকেটে ধোনির মতো অধিনায়ক আসেনি। বিশ্বকাপজয়ী এই ভারত অধিনায়ককেই বিশ্বের সেরা অনুপ্রেরণাদায়ক অধিনায়ক বললেন গ্রেগ চ্যাপেল।

এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেল দাবি করেছেন যে, অস্ট্রেলিয়ার ইয়ান চ্যাপেল, ইংল্যান্ডের কিংবদন্তি মাইকেল ব্রেয়ারলি এবং ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েডের থেকেও অধিনায়ক হিসেবে অনেক এগিয়ে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

গ্রেগ চ্যাপেল 2005 সাল থেকে 2007 সাল পর্যন্ত ভারতীয় জাতীয় দলের কোচ ছিলেন। সেই সময় তিনি ধোনিকে খুব সামনে থেকে দেখেছেন। তখন থেকেই ভারতীয় দলে ধোনির উত্থান শুরু হয়েছে। আর এই ধোনিকে বিশ্বের সেরা অধিনায়ক বললেন গ্রেগ চ্যাপেল। গ্রেগ চ্যাপেলের মতে ধোনি এমন একজন অধিনায়ক যিনি যে কোন কঠিন পরিস্থিতি খুব সহজেই মোকাবেলা করতে পারেন। এছাড়াও ব্যাটসম্যান হিসেবেও ধোনি খুব বিধ্বংসী।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর