বাড়ল জল্পনা! আসন্ন বাংলাদেশ সিরিজেও ভারতীয় দলে রাখা হল না মহেন্দ্র সিং ধোনিকে।

দেশের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন বিশ্বকাপের সেমিফাইনালে। তারপরেই জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তিনি ফের কবে দেশের জার্সি গায়ে মাঠে নামবেন? আধেও কি তিনি ভারতীয় দলের হয়ে খেলতে নামবেন? এই সকল প্রশ্ন ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে। কারণ দিনের পর দিন দীর্ঘাত্ব হচ্ছে ধোনির ছুটি অর্থাৎ তিনি নিজেকে বেশ অনেকদিন ধরে ক্রিকেট থেকে সরিয়ে রেখেছেন। সম্প্রতি মুম্বাই মিররের একটি প্রতিবেদন বেরিয়েছে এবং সেখান থেকেই জানা গিয়েছে যে ডিসেম্বর মাসের আগে দেশের জার্সি পড়ে ভারতীয় ক্রিকেট দলের সাথে নামতে দেখা যাবে না প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। আর তারপর থেকেই ধোনিকে নিয়ে জল্পনা ক্রমশ বেড়েই চলেছে।

এই 38 বছর বয়সী ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান বিশ্বকাপের পর থেকেই নিজেকে ভারতীয় দল থেকে সরিয়ে নিয়েছেন। ক্যারিবিয়ান সফরে যান নি তিনি, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। এবং জানা যাচ্ছে যে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বাংলাদেশে নভেম্বর মাসে ভারতে আসছে সিরিজ খেলতে সেখানেও নাকি মহেন্দ্র সিং ধোনিকে দেখা নাও যেতে পারে।

ms dhoni afp 1562912642

ভারত বনাম বাংলাদেশের সেই সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে নভেম্বর মাসেই। আর সেই সিরিজ থেকে ধোনি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে জানা গিয়েছে। এমনকি আসন্ন বিজয় হাজারে ট্রফিতেও মাঠে নামতে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। আর তারপরই ক্রমশ অবসর জল্পনা বাড়ছে প্রাক্তন ভারত অধিনায়কের।

নভেম্বরে বাংলাদেশ সিরিজের পরে ওয়েস্ট ইন্ডিজ আসছে ভারত সফরে। সেই সিরিজে কি মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে এই ব্যাপারেও কেউ সঠিক ভাবে কিছু বলতে পারছেন না। কারণ যাকে নিয়ে এত আলোচনা চর্চা তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি যে কখন কি করে বসেন সেটা কেউই বুঝতে পারেন না। তবে এসবের মধ্যেও একটি বড় ব্যাপার হলো ধোনিকে নিয়ে এত আলোচনা হলেও ধোনি নিজেকে নিয়ে কোনোরকম শব্দ খরচ করতে রাজি নয়।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর