ধোনির অবসর পরিকল্পনা নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন ধোনির ম্যানেজার!

2019 বিশ্বকাপের সেমিফাইনালের পর আর ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যায়নি বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। অপরদিকে বোর্ডের সেন্ট্রাল কনন্ট্রাক্ট থেকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে এই প্রাক্তন অধিনায়ককে। আর সেই কারণে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভারতীয় দলের ধোনির ভবিষ্যৎ কি? অনেকেই মনে করছেন ধোনির জাতীয় দলে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

এই বছর আইপিএলের হাত ধরে বাইশ গজে ফেরার কথা ছিল মহেন্দ্র সিং ধোনি। সেই মতো অনুশীলনও শুরু করে দিয়েছিলেন তিনি। কিন্তু করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। সেই কারণে আর বাইশ গজে ফেরা হয়নি মহেন্দ্র সিং ধোনিকে। অপরদিকে করোনার জেরে বিশবাঁও জলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ। সেই কারণে প্রবল অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট কেরিয়ার।

12538403883f49d91cfc41d176e62927cc73722a69b24382bb1900716c585c11bb6a7198a

ধোনির অবসর প্রসঙ্গে ধোনির ম্যানেজার তথা ছোটবেলার বন্ধু মিহির দিবাকর জানিয়েছেন, দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকলেও অবসর নিয়ে এখন কোনো পরিকল্পনাই নেই ধোনির। তিনি জানিয়েছেন ধোনি এখন তাকিয়ে রয়েছে আইপিএলের দিকে। আইপিএলে কথা মাথায় রেখে নিয়মিত অনুশীলন করে গিয়েছেন ধোনি এছাড়াও চেন্নাইয়ের প্রশিক্ষণ শিবিরেও যোগ দিয়েছিলেন ধোনি। বর্তমানে লকডাউনের কারণে নিজের ফার্ম হাউসে নিয়মিত ফিটনেস ট্রেনিং করে যাচ্ছেন ধোনি। লকডাউন পুরোপুরি উঠে গেলেই অনুশীলনে নামবেন ধোনি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর