শান্তিকুঞ্জে অভিষেককে চায়ের নিমন্ত্রণ দিব্যেন্দুর, দূরত্ব ঘুচছে তৃণমূল-অধিকারী পরিবারের?

বাংলা হান্ট ডেস্কঃ গত বিধানসভা নির্বাচনের সময় থেকেই পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার কাঁথির (Kanthi) শান্তিকুঞ্জ (Shantikunj) আবাসের সঙ্গে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতৃত্বের দ্বন্দ্ব যেন ক্রমাগত চরমে উঠেছে। উল্লেখ্য, শান্তিপুঞ্জ অধিকারী পরিবারের বাড়ি। সাম্প্রতিক সময়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তৃণমূল নেতৃত্বের বিরোধ থেকে শুরু সংঘাতের আর এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চা খাওয়ার আমন্ত্রণ জানানোর বিষয়ে মন্তব্য প্রকাশ করে বসলেন দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari)।

আগামী ৩ রা ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি প্রভাত কুমার কলেজের মাঠের সভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে বিশাল সমাবেশ হওয়ার কথা রয়েছে আর তার পরবর্তী সময়ে অভিষেককে চা খাওয়ার আমন্ত্রণ জানানো প্রসঙ্গে বড়সড় মন্তব্য করলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী।

এক্ষেত্রে একজন তৃণমূল সাংসদ অপর এক তৃণমূল নেতাকে চায়ের আমন্ত্রণ জানাচ্ছেন, তাতে অবাক হওয়ার বিশেষ কোন কারণ না থাকলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এর ভূমিকা চমকপদ বললেও কম বলা হয়। সাম্প্রতিক সময়ে যেখানে একের পর এক দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে ক্রমাগত আক্রমণ করে চলেছেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য একাধিক বিজেপি নেতা মন্ত্রীরা, সেই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল আবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর কক্ষে পৌঁছে যান শুভেন্দু, অগ্নিমিত্রা পাল, অশোক লাহিড়ী এবং মনোজ টিগ্গা।

পরবর্তীতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পাশাপাশি তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম পর্যন্ত করেন বিরোধী দলনেতা। এই বিষয়টিকে কেন্দ্র করে যখন বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এবার অভিষেককে চা খাওয়ানো প্রসঙ্গে দিব্যেন্দু বললেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে চা খেতে আসতে বলব। ও যদি আসে, তাহলে আমি খুশি হব।”

যদিও একইসঙ্গে তৃণমূলের কু-কথা প্রসঙ্গে তৃণমূল সাংসদের দাবি, “আমাদের বাড়ির ৫০০ মিটারের মধ্যে এসে পিতৃশ্রাদ্ধ করে গিয়েছেন, সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলতে পারেন।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর