‘একনায়কতন্ত্র চলছে দেশে, গণতন্ত্র তলানিতে এসে ঠেকেছে’, বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের হাথরস (hathras) কান্ডের প্রতিবাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) শনিবার বিকেল চারটেয় কলকাতার বুকে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করেছিলেন। আজ এই মিছিল বিড়লা তারামণ্ডল থেকে শুরু হয়ে মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। গান্ধীমূর্তির পাদদেশে আয়োজিত এই প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন বেশ কয়েকশ তৃণমূল সদস্য।

আজকের এই প্রতিবাদী সভায় বিজেপিকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘উত্তরপ্রদেশের ওই মেয়েটির উপর নির্যাতন হওয়ার পর তাঁর দেহ পরিবারের হাতে না দিয়ে দাহ করে দিল বিজেপি সরকার! এমনকি ওর পরিবারের সঙ্গে কাউকে দেখাও করতে দিচ্ছে না। এ আবার কেমন বিচার বলুন তো! আজ নয় কাল আমি ওখানে যাবই। আপনার কেউ জানতে পারবেন না’।

Screen Shot 2020 10 03 at 11.09.11 AM

এখানেই থামলেন না তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী। তিনি আরও বললেন, ‘ভোট চাইতে দলিতদের বাড়িতে গিয়ে ছবি তুলবে। আর ভোটের পরেই অত্যাচার শুরু! ওদিকে পঞ্জাবি কৃষকরাও নিজেদের অধিকার রক্ষায় লড়ছে। সব কি তুমিই ঠিক করবে? দেশের মানুষ ওয়ান নেশন, ওয়ান পলিটিক্যাল পার্টির দিকে দাবিতে রাষ্ট্রপতি শাসনের পক্ষে রায় দিচ্ছে। ভারতবর্ষে গণতন্ত্র তলানিতে এসে ঠেকেছে। রবীন্দ্রনাথ, নজরুল, মহাত্মা গান্ধীদের ভারতে যেন উনিই সব! কাউকে কথা বলতে দিচ্ছে না। একনায়কতন্ত্র চলছে দেশে। এভাবে কি দেশ চলে?’

সেইসঙ্গে নির্যাতিতা মেয়েটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘এই করোনা পরিস্থিতিতে বিগত ৬-৭ মাস ধরে কোনরকম মিটিং মিছিলে আমার সম্মতি না থাকলেও, উত্তরপ্রদেশের ঘটনায় আর চুপ করে থাকতে পারলাম না। আমার মন পড়ে রয়েছে উত্তপ্রদেশের সেই গ্রামে। মনে হচ্ছে এখনই সেখানে ছুটে যাই’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর