বাংলাহান্ট ডেস্ক : শীতের আমেজ পড়তে না পড়তেই বলিউডে প্রেমের হাওয়া বইতে শুরু করে দিয়েছে। বর্তমানে তারকা সন্তানরাই রয়েছেন চর্চায়। বিশেষ করে সইফ আলি খান এবং অমৃতা সিং এর পুত্র ইব্রাহিম আলি খানকে (Ibrahim Ali Khan) নিয়ে বেশ আগ্রহ রয়েছে আমজনতার মধ্যে। ইতিমধ্যেই বলিউডে হাতে কলমে কাজ শেখা শুরু করেছেন তিনি। খুব শীঘ্রই অভিনয়েও ডেবিউ করতে চলেছেন। তবে তার আগেই বাগদান সেরে ফেললেন নবাব পুত্র!
ইব্রাহিম (Ibrahim Ali Khan) পলক দুজনেই শেয়ার করেছেন ছবি
হ্যাঁ, এমনি দাবি করছেন নেটিজেনদের একাংশ। আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন ইব্রাহিম (Ibrahim Ali Khan), যেখানে তাঁকে দেখা গিয়েছে সমুদ্র তীরে ছুটি উপভোগ করতে। এদিকে একই সময়ে পলক তিওয়ারিও শেয়ার করেছেন বিচ ভ্যাকেশনের ছবি। একটু খুঁটিয়ে দেখলেই দুজনের ছবিতে চোখে পড়বে একাধিক মিল। বিলাসবহুল রিসর্ট থেকে সুইমিং পুলে জলকেলি, বেশ বোঝা যাচ্ছে দুজনেই ছবি শেয়ার করেছেন মালদ্বীপ থেকে।
একান্তে রোম্যান্টিক মুহূর্ত উদযাপন দুজনের: তবে ইব্রাহিম (Ibrahim Ali Khan) এবং পলকের সাম্প্রতিক কিছু ছবি নিয়েই সবথেকে বেশি চর্চা চলছে। ছবিতে দেখা যাচ্ছে, ক্যামেরার দিকে তাকিয়ে ইব্রাহিম। অন্যদিকে পলকের ছবিতে উঠে এসেছে রোম্যান্টিক মুহূর্তের ছবি। সেখানে হৃদয়ের আকারে সাজানো মোমবাতি। তার মাঝে রাখা দুটি চেয়ার। একটিতে বসেছেন পলক। যদিও সঙ্গীটি কে তা তিনি ফাঁস করেননি। তবে এমন রোম্যান্টিক ছবি দেখে অনেকেই কমেন্ট বক্সে ইব্রাহিমের (Ibrahim Ali Khan) নাম উল্লেখ করেছেন। সেই সঙ্গে প্রশ্ন রেখেছেন, পলক ইব্রাহিম কি বাগদানটা সেরে ফেললেন?
আরো পড়ুন : অবাঙালি ছেলের টলিউড জয়, ‘সাথী’ নয় কিন্তু, এটাই ছিল জিতের প্রথম ছবি!
সম্পর্কে শিলমোহর দিচ্ছেন ইব্রাহিম: পলকের সঙ্গে ইব্রাহিমের (Ibrahim Ali Khan) নাম বেশ অনেকদিন আগেই জড়িয়েছে। একসঙ্গে প্রায়ই মুম্বইয়ের রেস্তোরাঁয় যেতে দেখা যায় তাঁদের। প্রথম প্রথম অবশ্য ক্যামেরা দেখে মুখ লোকাতেন সইফ পুত্র। তবে সাম্প্রতিক ছবিগুলি যে ইঙ্গিত দিচ্ছে তাতে অনেকেই মনে করছেন, এবার কি তবে সম্পর্কে শিলমোহর দিতে চলেছেন ইব্রাহিম (Ibrahim Ali Khan)? উত্তর এখনো অজানা।
আরো পড়ুন : রাজর কোলে একরত্তি নবজাতক, মেয়ে ইয়ালিনীর জন্মদিনেই বিরাট সারপ্রাইজ ‘রাজশ্রী’ জুটির
প্রসঙ্গত, সইফ এবং অমৃতার পুত্র ইব্রাহিম। খুব শীঘ্রই বলিউডে অভিনেতা হিসেবে পা রাখতে চলেছেন তিনি। দিদি সারা আলি খান অবশ্য ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন ইতিমধ্যেই। এবার ইব্রাহিম কতটা ছাপ ফেলতে পারেন দর্শকদের মনে সেটাই দেখার অপেক্ষা।