বাংলাহান্ট ডেস্ক: যোধপুরে জন্মদিন কাটিয়ে সদ্য মুম্বই ফিরেছেন রণবীর কাপুর (ranbir kapoor) আলিয়া ভাট (alia bhatt)। অভিনেতার ৩৯ তম জন্মদিন সেলিব্রেট করতেই সেখানে গিয়েছিলেন তাঁরা। যদিও ইন্ডাস্ট্রির অভ্যন্তরের গুঞ্জন, আসন্ন বিয়ের লোকেশন দেখতেই নাকি ঘন ঘন রাজস্থান যাচ্ছেন ‘রণলিয়া’ জুটি।
শোনা গিয়েছিল, যোধপুরেই নাকি একান্তে বাগদান সারবেন রণবীর আলিয়া। এদিন বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরাবন্দি হতে অভিনেত্রীর আঙুলে দেখা যায় একটি নতুন সোনার আংটি। এরপরেই এনগেজমেন্টের জল্পনার আগুনে ঘি পড়ে। যদিও এ বিষয়ে কিছু বলতে নারাজ রণবীর আলিয়া। বরং বিমানবন্দরে অনুরাগী ও পাপারাৎজির ভিড় থেকে প্রেমিকাকে বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে যেতে দেখা গেল রণবীরকে।
রাজাদের জায়গায় গিয়ে রাজকীয় ঢঙেই জন্মদিন সেলিব্রেট করেছেন অভিনেতা। জঙ্গলের মাঝে গ্রানাইট পাথরে ঘেরা জাওয়াই ক্যাম্পে এই কদিন ছিলেন রণবীর আলিয়া। এখানে একরাত থাকার দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। ক্যাম্পে দু রকম থাকার ব্যবস্থা রয়েছে ৭৫ হাজারের তাঁবু আর ১ লাখ ৬৫ হাজার টাকার সুইট। দুটোই বিলাসবহুল। বলা বাহুল্য, প্রায় দেড় লাখ টাকার সুইটেই ছিলেন রণবীর আলিয়া।
জঙ্গলের মাঝে একান্তে দুজনের পিকনিক করার ছবিও ধরা পড়েছে পাপারিৎজির ক্যামেরায়। রণবীরের জন্মদিনে একটি সুন্দর ছবিও শেয়ার করেছিলেন আলিয়া। লেকের সামনে সূর্যাস্তকে সাক্ষী রেখে রণবীরের কাঁধে মাথা রেখে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার জীবন’।
সম্ভবত ২০১৮ থেকেই ডেট করতে শুরু করেছিলেন রণবীর আলিয়া। কিন্তু সম্পর্কটা আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেন ২০১৯ এ এসে। একটি অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে প্রকাশ্যে রণবীরের প্রতি ভালবাসা জাহির করেন আলিয়া। সোশ্যাল মিডিয়ায় ছেলে ও হবু বৌমার সম্পর্ককে স্বীকৃতিও দিয়েছিলেন নীতু কাপুর।