কাজের দিদিকে কাছের দিদি হিসাবে পেলাম

রাজীব মুখার্জী, হাওড়া : মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই দলীয় কর্মসূচি “দিদিকে বলো” কর্মসূচি নিয়ে সাংবাদিক সন্মেলনে এভাবেই বলেন দক্ষিণ হাওড়ার বিধায়ক ও জাতীয় শিক্ষক বিশ্বজীবন মজুমদার।

এদিন বিকেলে তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন। বিধায়ক বলেন এই কাজ আমরা অনেকদিন আগেই শুরু করেছি। আমরা কাজের প্রার্থনা করতাম ও তিনি কাজের মাধ্যমে তার জবাব দিতেন। এখন নতুন দিগন্ত উন্মোচিত হলো এই দিদিকে বলো র মাধ্যমে। এখন কাজের দিদিকে কাছের দিদি হিসাবে মানুষ পাবে।

অনেক কাজ করার পরেও যে মানুষেরা এখনো আমাদের ভোট দেন নি। তাদের কাছে পৌঁছানোর মাধ্যমে জনসংযোগের কাজ আমরা করে যাবো। তাদের প্রত্যাশা বোঝার চেষ্টা করবো তাই এই জায়হা থেকেই আমরা শুরু করছি যেখানে মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।

e311b19a 5d2a 4d31 9406 f723f515cd3dআমাদের বিশ্বাস প্রশাসক মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক ও সরকারী কোষাগার উজাড় করে সাধ্যমতো এই মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা অবশ্যই করবেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর