সুখবর: দিঘা বিজনেস কনক্লেভে রাজ্য বিনিয়োগের ডাক, এই দুই খাতে প্রায় একাশি হাজার টাকা বিনিয়োগ করবে জার্মানির আর্থিক সংস্থা

বাংলা হান্ট ডেস্ক :  দিঘায় চলছে বেঙ্গল বিজনেস কনক্লেভ। যেখানে বিদেশি কোম্পানি গুলির বিনিয়োগের জন্য পথ খুলে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্যের একাধিক উন্নয়ন খাতে বিদেশি সংস্থাগুলির কাছে থেকে আর্থিক সাহায্য়ের একটা পথও বলা যেতে পারে। রাজ্যে শিক্ষা, সংস্কৃতি, শিপ্ল উন্নয়নের জন্য এই কনক্লেভের সূচনা করা হয়েছে। সমুদ্র সৈকতের বিভিন্ন উন্নয়নের দিকে এর আগেই নজর ঘুরিয়েছেন মমতা।

তবে এবার দিঘা সহ পার্শ্ববর্তী সমুদ্র সৈকতগুলির সৌন্দর্য ও এবং ভূমিকা বিদেশি প্রতিনিধিদের নজরে আনতে বিশেষ উদ্যোগী হয়েছে মমতা। তাইতো দিঘার কনভেনশন সেন্টারে আয়োজিত বেঙ্গল বিজনেস কনক্লেভে  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্পমন্ত্রী অমিত মিচত্র সহত অনেকেই। আর এদিনের অনুষ্ঠান থেকে সিঙ্গাপুর, নেদারল্যান্ড ও জাপান থেকে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে।

ইতিমধ্যেই নেদারল্যান্ডের ডার্চ কনসোর্টিয়াম ও সিঙ্গাপুরের একটি সংস্থার তরফে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগের কথা জানানো হয়েছে। অন্যদিকে জার্মানির একটি আর্থিক সংস্থা  কেএফ ডব্লুর কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ হবে লেদার কমপ্লেক্স ও সৌরবিদ্যুতু প্ল্যান্টের জন্য, এমনটাই নবান্ন সূত্রে খবর।

সম্পর্কিত খবর