যারা বিরিয়ানি কালচারের মানুষ, তারা জঙ্গলমহলের ব্যাথা বুঝবে নাঃ দিলীপ ঘোষ

বাংলাহান্ট ডেস্কঃ বাংলাকে দখলের মৌখিক লড়াই শুরু হয়ে গিয়েছে। আবারও দিলীপ ঘোষ (Dilip Ghosh) চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee)। পুরুলিয়ার ঝালদায় রোড শো শেষে সভায় দাঁড়িয়ে তীব্রভাবে কটাক্ষ করলেন সবুজ শিবিরকে।

   

সভায় দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বললেন, ‘মে মাসের পর এক নম্বর একটা ফুল থাকবে, পদ্মফুল। দু নম্বর চলবে না, জোড়া ফুল থাকবে না। কদিন আগেই দেখলাম বাঁকুড়াতে দিদিমণি এসেছিলেন। আমি ভাবলাম, হঠাত কেন এই লাল মাটিতে তিন দিন ধরে রয়েছেন দিদিমণি? যাচ্ছেনই না। তারপর মনে পড়ল, গত একমাস আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসছিলেন সভা করতে। রাস্তার দুধারে হাজার হাজার মানুষ তাঁকে দেখতে ভিড় জমিয়েছিলেন।

দিলীপ ঘোষ,Dilip Ghosh,মমতা ব্যানার্জি,Mamata Banerjee

তিনি এখানে এক আদিবাসী বন্ধুর বাড়িতে গিয়ে মাটিতে বসে কলাপাতায় ভাত, ডাল, সবজি, শাক খেয়েছিলেন। তখন দিদিমণি ব্যঙ্গ করে বলেছিলেন, ফাইভ স্টার হোটেল থেকে নাকি বিরিয়ানির প্যাকেট আনা হয়েছিল। এরপর দিলীপ ঘোষ খানিকটা ব্যাঙ্গার্থে হেসেই বলেন, আরে দিদিমণির চোখটা কি এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল? আরে টিভিতে বার বার দেখাচ্ছে মাটিতে বসে ডাল, ভাত, আলুভাজা, শাক খাচ্ছেন, আর উনি বলছেন বিবিয়ানি খাচ্ছেন’।

বিরিয়ানি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে দিলীপ ঘোষ এদিন বলেন, ‘উনি মনে হয় অনশন করার সময় লুকিয়ে লুকিয়ে বিরিয়ানি খেতেন, তাই এসব বলছেন। আমরা জঙ্গলমহলের লোক বিরিয়ানি পাবো কোথায়? আমরা বিরিয়ানির স্বাদ জানি না, আমরা পান্তা ভাত খাই। আর যারা বিরিয়ানি কালচারের লোক, তারা জঙ্গলমহলের ব্যাথা বুঝবে না। উনি ভেবেছিলেন হয়ত ওনাকে কেউ খেতে ডাকবে বাড়িতে। তিন দিন তো এখানে থাকলেন, কেউ মুড়িও খেতে ডাকেনি ওনাকে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর