রাজ্যে চলছে ‘ভ্যাকসিন সিন্ডিকেট’, যুক্ত আছে সবাই! বিস্ফোরক দিলীপ ঘোষ

বাংলাহান্ট ডেস্কঃ কলকাতায় করোনা টিকাকরণের ভুয়ো ক্যাম্প নিয়ে আপাতত সরগরম বঙ্গ রাজনীতি। এপ্রসঙ্গে বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজ্য সরকারকেই একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। সঙ্গে এই সেন্টার থেকে কিভাবে টিকা নিলেন তারকা সাংসদ মিমি চক্রবর্তী, সেবিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

   

কসবার ১০৭ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার এক ভ‍্যাকসিনেশন ক‍্যাম্পের আয়োজন করা হয়েছিল। যে শিবিরের উদ্যোক্তা ছিলেন দেবাঞ্জন দেব, যিনি নিজেকে আইএএস (IAS) বলে পরিচয় দিয়েছিলেন। জানা গিয়েছে, সেখানে ভ্যাকসিন নিয়েছিলেন খোদ তারকা সাংসদ মিমি চক্রবর্তীও। মিমি জানান, পাশাপাশি ওখানে বিশেষ ভাবে সক্ষম শিশু ও তৃতীয় লিঙ্গের মানুষদের করোনা টিকা দেওয়া হয়। কিন্তু টিকা নেওয়ার কিছুক্ষণ পর নিয়ম মতো ফোনে কোনো মেসেজ না আসায় খটকা লাগে মিমির। সার্টিফিকেট দেওয়ার কথা জিজ্ঞাসা করলেও ক‍্যাম্প থেকে জানানো হয় বাড়িতে পৌঁছে যাবে। কিন্তু তা আসেনি।

এরপর ক‍্যাম্পে গিয়ে খোঁজ নেয় মিমির অফিসের লোক। তাঁরা জানায়, সার্টিফিকেট পেতে তিন চারদিন সময় লাগবে।ওই ক‍্যাম্প থেকেই টিকা নেওয়া অন‍্যদের সঙ্গে মিমি যোগাযোগ করলে তারাও জানান তাদের সঙ্গেও ঘটেছে একই জিনিস। এরপরেই গোটা বিষয়টা প্রশাসনকে জানান মিমি। এরপরই ওই ক‍্যাম্পের আয়োজক দেবাঞ্জন দেবকে গ্রেফতার করা হয়। আর সেই নিয়েই তোলপাড় চলছে কলকাতাজুড়ে।

dilip ghosh

ইকো পার্কে বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের সামনে ভ্যাকসিন জালিয়াতির কান্ড নিয়ে রাজ্য সরকারের দিকেই তোপ দাগলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ভ্যাকসিন সিন্ডিকেট চলছে রাজ্যে। একাজে সবাই যুক্ত রয়েছেন। এই ভুয়ো টিকাকরণ শিবির থেকে ভ্যাকসিন নেওয়ার ফলে বহু মানুষের জীবন সংশয়ও হতে পারে। আর একজন সাংসদ হওয়া সত্ত্বেও মিমি চক্রবর্তী কীভাবে ভুয়ো ভ্যাকসিনেশন সেন্টার থেকে টিকা নিলেন?’

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর