বাবুলের দলবদলে যেন ‘নির্বাক দর্শক’র ভূমিকায় দিলীপ ঘোষ, দায় চাপালেন দিল্লীর উপর

বাংলাহান্ট ডেস্কঃ বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) সঙ্গে তাঁর বিবাদ, রাজনীতির অন্দরে নতুন কোন ঘটনা নয়। তারউপর আজই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তবে এখনও এবিষয়ে একজন ‘নির্বাক দর্শক’র মতই থাকলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। বললেন, যা বলার দিল্লী বলবে।

   

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের হাত ধরে, শনিবার সবুজ শিবিরে যোগদান করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তবে কেন আচমকা এভাবে তৃণমূলে যোগদান করলেন, সাংবাদিক সম্মেলন করে সে বিষয়ে খোলসাও করেন তিনি।

dilip ghosh

এত কিছুর পরও বাবুলের প্রসঙ্গে মুখে যেন কুলুপ এঁটে রয়েছেন দিলীপ ঘোষ। তিনি জানান, ‘এবিষয়ে আমি কিছুই বলব না। যা বলার দিল্লী বলবে, আর সাংবাদিক বৈঠক করে দলের মুখপাত্র যা বলার বলবেন’।

পূর্বেই কেন্দ্রীয় মন্ত্রীত্ব পদ খোয়ানোর পর, যখন রাজনীতি ছাড়ার কথা বলেছিলেন বাবুল সুপ্রিয়, তখনও দিলীপ ঘোষের গলায় তাঁকে কটাক্ষের সুর শোনা গিয়েছিল। তিনি বলেছিলেন, ‘মাসির গোঁফ হলে, তখন ঠিক করব তাঁকে মাসি বলব নাকি মেসো বলব। আরে আগে তো মাসির গোঁফ গজাক’।

বিজেপির রাজ্য সভাপতির এমন মন্তব্যে সেই সময় ঝড় উঠেছিল বিজেপির অন্দরে। তাঁর এমন মন্তব্য দলীয় অনেক নেতা মন্ত্রীর মত, কেন্দ্রীয় নেতৃত্বও ভালো ভাবে নেয়নি। তারপর থেকে নানা সময়ে বাবুলের মন্তব্যের পালটা দিতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। আবার উল্টোটাও দেখা গিয়েছিল রাজনীতির অন্দরে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর