সৌগত-কল্যাণকে ‘বুড়োখোকা’ বলে বিদ্রুপ দিলীপের, পাল্টা পেলেন ‘গবেট’ তকমা

বাংলা হান্ট ডেস্ক: ভোট যুদ্ধের আগেই বাকযুদ্ধে তৃণমূল  ও বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার সকালে তৃণমূলকে ‘বুড়োদের দল’ বলে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাশাপাশি, সৌগত রায় (Sougata Roy), কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) ‘বুড়োখোকা’ বলে বিদ্রূপ করেন তিনি। যদিও এর পাল্টা দিয়েছে তৃণমূলও।

   

মঙ্গলবার সকালে চা চক্রে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘কল্যাণ ব্যানার্জি, সৌগত রায়দের মতো বুড়োখোকারা এবার সোনার বাক্স থেকে বেরচ্ছেন। তৃণমূল বুড়োদের পার্টি হয়ে গিয়েছে। মাঝে যারা ছিল হয় পালিয়েছে, না হয় চুপ করে আছে বা সবে মুখ খুলতে শুরু করেছে। চন্দ্রিমা ভট্টাচার্যকে জিজ্ঞাসা করবেন কে নেতা? কলকাতায় জিততে পারেন না বলে কাঁথি গেছেন। এবার ওখানে যাওয়ারও আর সুযোগ থাকবে না।’

দিলীপের কটাক্ষের জবাব দিয়েছে তৃণমূলও। সৌগত রায় বলেন, ‘আমি তো আগেই বলেছি দিলীপবাবু সকালবেলা একটু আজেবাজে বকেন। আমি তাই ওনার নাম গবেট দাদা দিয়েছি। উনি নিজের লোকসভা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে হেরেছিলেন। তিনিই আবার লোককে বলছেন।’ উল্লেখ্য, এর আগে দিলীপ ঘোষকে দুধবাবু বলেও কটাক্ষ করেছিলেন সৌগত রায়।

সম্পর্কিত খবর