বঙ্গে দু কোটি বাংলাদেশী ঢুকেছে, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

এর আগেও বঙ্গে কয়েক কোটি অনুপ্রবেশকারী রয়েছে বলেই সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ এ বার বঙ্গে দুই কোটি বাংলাদেশি অবৈধভাবে ঢুকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে বলে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ বঙ্গে এনআরসি কিছুতেই চালু করতে দেওয়া যাবে না এমনটাই বারবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই সুর ছড়িয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব থেকে কেন্দ্রীয় নেতৃত্বরা৷ এমনকি বঙ্গে এনআরসি চালু করার ব্যাপারে মুখ্যমন্ত্রীর প্রতিবাদকে সন্দেহজনক চোখে দেখেছে বিজেপি৷ দাবি ভোট কিনতেই এনআরসি চালু করার ব্যাপারে মুখ্যমন্ত্রীর অনীহা৷

যদিও সে সব মন্তব্যকে থোড়াই কেয়ার করে বৃহস্পতিবার এনআরসির প্রতিবাদে পথে নেমেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে মুখ্যমন্ত্রী এ দিন বলেছেন, তাঁর বেঁচে থাকাকালীন ক্ষমতা থাকলে কেউ এনআরসি করে দেখাক৷ পাশাপাশি তাঁর মতো আরও চারটি জেনারেশন এনআরসির বিরোধিতা করে রুখে দাঁড়াবে বলেও আশাবাদী তিনি৷ যদিও মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ জানিয়েছেন, রাজ্যে মুখ্যমন্ত্রী থাকতে এনআরসি চালু হবে না এবং তারাও নাকি সেটা চান না৷

তবে অসমে পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে এ বার গোটা দেশে এনআরসিচালু করা হবে এমনটাই বলেন দিলীপ ঘোষ৷ যদিও শুধুমাত্র তৃণমূল নন এনআরসির বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস ও বামেরাও৷ উল্লেখ্য অসমের নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর দিলীপ ঘোষ বঙ্গে এনআরসি চালু করার ব্যাপারে নিশ্চিত সিদ্ধান্ত জানিয়েছিলেন৷ এমনকি প্রধানমন্ত্রীও রাজ্যে এনআরসি চালু করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে

সম্পর্কিত খবর