গ্রেটার বাংলাদেশ গড়তে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়! বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণমূলক রাজনীতি করার অভিযোগ প্রথম থেকেই করে আসছে বিজেপি। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যকে গ্রেটার বাংলাদেশ বানানোর অভিযোগ তুলল বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন।

দিলীপ ঘোষ ফেসবুকে একটি ছবি পোস্ট করে লেখেন যে, তৃণমূল প্রচারের জন্য বাংলাদেশ থেকে অভিনেতা আনছে। মাননীয়া নিজে বাংলাদেশের স্লোগান দিচ্ছে। আর তৃণমূলের পুজোতেও আমন্ত্রিত হচ্ছে বাংলাদেশী ক্রিকেটার। দিলীপ ঘোষের এই পোস্ট ঘিরেই দুই পক্ষের মধ্যে তুমুল রাজনৈতিক তরজা বেড়েছে।

জানিয়ে রাখি, ২০১৯ এর লোকসভায় তৃণমূলের প্রচার করতে দেখা গিয়েছিল বাংলাদেশি অভিনেতা ফিরদৌসকে। আরেকদিকে, এবার কালী পুজোয় কাঁকুড়গাছিতে বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানকে একটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছিল। যদিও পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের দেশেই সমালোচিত হয়েছিলেন সাকিব আল হাসান।

আরেকদিকে, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তীতে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জয় বাংলা” স্লোগান দিতে শোনা যায়। বলে রাখি, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে ওঠার আগে দর্শকাসন থেকে জয় শ্রী রাম স্লোগান ভেসে আসে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে ক্ষোভ প্রকাশ করে জয় বাংলা আর জয় হিন্দ স্লোগান দিয়ে নেমে যান।

সেদিনের এই ঘটনার কথা উল্লেখ করেই দিলীপ ঘোষ ফেসবুক পোস্টের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। মুখ্যমন্ত্রীর মুখে জয় বাংলা স্লোগানকে কটাক্ষ করেছেন বিজেপির নেতা অমিত মালব্যও। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা স্লোগান তুলেছিলেন মুজিবুর রহমান। আর সেই স্লোগান এখন মুখ্যমন্ত্রী দিচ্ছেন। অমিত মালব্য প্রশ্ন ছুঁড়ে বলেন, কার থেকে স্বাধীনতা চাইছেন মুখ্যমন্ত্রী? নেতাজির ঐক্যবদ্ধ ভারতের বদলে উনি বিভেদের স্বপ্ন দেখছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর