গোমূত্র পানের সমর্থন করলেন দীলিপ ঘোষ, বললেন গোমূত্র খেলে কোনো ক্ষতি হয়না

করোনা (corona) গ্রাস করেছে সারা বিশ্বকে। বিশ্ব জুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হয়েছে বহু জনের। সেই তালিকা থেকে বাদ যায়নি ভারতের (india) এখন পর্যন্ত করোনা সংক্রামণে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে।বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, পর্যটনকেন্দ্র। এই করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে স্বস্তির খবর, ইতিমধ্যে ভারতে সেরে উঠেছেন ১৪ জন করোনা আক্রান্ত রোগী।

করোনার কোনও প্রতিষেধক এখনো বেরোয়নি,  একমাত্র গোমূত্রই করোনা রুখতে পারে বলে মত অনেকের। এলাকায় অনেক জায়গায় অবাধে বিলানো হচ্ছে গোমূত্র। আর এদিকে সেই দেখে অবাক অনেকেই । এই নিয়ে এদিন দীলিপ ঘোষ বলেন ‘‘এই প্রথম কি কেউ গোমূত্র খাচ্ছেন? বাড়িতে নারায়ণের সিন্নি দেওয়ার সময়ে যে পঞ্চগব্য ব্যবহৃত হয়, তাতে গোমূত্র থাকে না?’’ কিছুদিন আগে ডানকুনিতে দিল্লি রোডে একটা টেবিলে গোমূত্র-গোবর নিয়ে বিক্রি করছেন শেখ মামুদ আলিকে। হুগলির এক বিজেপি নেতা প্রবাদ আউড়ে বলেন, “বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। গোমূত্রে যদি করোনা সারে তা দেশবাসীর জন্যই ভাল।” আর এখন গরুর মূত্র লিটার প্রতি ৪০০ টাকা। এখন পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। সেখানে আক্রান্ত হয়েছে ৩৬ জন ও মৃত্যু হয়েছে ১ জনের। তার পরেই আছে কেরল ২৪ জন, উত্তরপ্রদেশ ১৪ জন ও কর্ণাটকে ১১ জন আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। দিল্লিতেও আক্রান্ত হয়েছে ৮ জন। বিভিন্ন সচেতনতা মূলক বার্তাও প্রচার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার অনুরোধ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।আর কলকাতায় এর প্রভাব পড়েছে, এর মধ্যে যথেস্ট আতঙ্কে আছে কলকাতার মানুষ জন।

   

শপিং মল, কিষাণ মান্ডি ও মিউজিয়াম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ধর্মীয় সংগঠনগুলিকেও বলা হয়েছে, তাদের আয়োজন ও কার্যক্রম স্থগিত রাখতে। আর করোনা আতঙ্কে কাঁটা সবাই। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান ‘‘গোমূত্র পানে অপকারই হয়, এমনটাও তো আমরা জানি না। গবেষণা হোক।’’

 

সম্পর্কিত খবর