টাকা ফেরত না দিলে তৃণমূল নেতাদের গ্রামছাড়া করার হুমকি দিলেন দিলীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্ক : আবারও তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার মেদিনীপুরের চাঁদড়াতে একটি দলীয় সভায় যোগ দিতে গিয়ে দিলীপ ঘোষ সরাসরি তৃণমূল নেতাদের বিঁধে গ্রাম ছাড়া করার হুমকি দিলেন। পাশাপাশি বিজেপি ক্ষমতায় আসলে তৃণমূলকে ঘর ছাড়া করার হুঁশিয়ারি দিলেন তিনি।

এদিন দলীয় সভা থেকে বিজেপির নেতাদের নামে যেসব তৃণমূল নেতারা মামলা করেছেন তাঁদের নাম লিখে রাখার কথা বলেন। এবং টাকা না ফেরত দিলে তাঁদের জমি জমা-ঘর বাড়ি বিক্রি করে টাকা আদায় করা হবে দাবি করেন দিলীপ ঘোষ। এমনকি তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বাড়ির ভাত খেতে দেব না ও বউ ছেলের মুখ দেখতে দেব না বলেও হুমকি দেন। তৃণমূল নেতাদের গুণ্ডা বলেও সম্বোধন করতে ছাড়েননি এদিন।

   

তবে তৃণমূল ছাড়াও সিপিএমকেও বিঁধেছেন এদিন দিলীপ। সিপিএমকে লুপ্তপ্রায় প্রানী বলে উল্লেখ করেন দিলীপ ঘোষ। তাই বিধানসভা নির্বাচনের আগে ফোঁস ফোঁস করা বন্ধ করে দেবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।তবে এদিন দিলীপ ঘোষের ক্ষমতায় আসলে গ্রামছাড়া করার হুঁশিয়ারি নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনৈতিক অন্দরে। কারণ, তৃণমূলের ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের বেশ কয়েকটি জেলার বাসিন্দারা যারা বাম আমলে ঘরছাড়া হয়েছিলেন তাঁরা শিবিরে নাম লিখিয়ে নিজেদের স্থান ফিরে পেয়েছেলিনে। তাহলে কি বিজেপি ক্ষমতায় আসলে আবারও ঘর ছাড়ার পালা শুরু, উঠছে প্রশ্ন।

তবে বার বার লাগামহীন দিলীপের মন্তব্যের জেরে কার্যত ক্ষুব্ধ রাজ্যবাসী। যখন তখন যেখানে সেখানে নিজের ইচ্ছে মতো বক্তব্য রাখছেন তিনি। বিশেষ করে একদিন যাঁদের গলায় হানাহানি বন্ধের কথা শোনা গিয়েছিল সেই তাঁদের গলাতেই যখন হুমকির সুর তাতে কিছুটা হলেও চিন্তার ভাঁজ পড়েছে রাজ্যবাসীর কপালে।

সম্পর্কিত খবর