পৃথিবীর বুকে কি ফের ফিরতে চলেছে ডাইনোসর !

 

বাংলা হান্ট ডেস্কঃ ডাইনোসর! এই প্রানীটিকে আমারা টিভির পর্দা এবং বইএর পাতায় চিনেছি।আর চাক্ষুষ বলতে মিউজিয়ামে গেলে এদের বিভিন্ন জীবাশ্ম দেখতে পাওয়া যায়। তবে পৃথিবীর বুকে আবার ফিরে আসতে পারে ডাইনোসর দাবি গবেষকদের।

কালের নিয়মে পৃথিবী থেকে হারিয়ে গেলেও, পুনরায় পৃথিবীতে ফিরে আসার সম্ভাবনা রয়েছে ডাইনোসরের। জুরাসিক যুগের একটি গাছের কোটরে থাকা হলদে বাদামী রঙের অ্যাম্বারে পাওয়া গেছে ডাইনোসরের জীবাশ্ম। যার মধ্যে ডি এন এ রক্তনালী ও ও কোলাজেম নামে একধরনের বিশেষ প্রোটিনের খোঁজ।

এই বিষয়ে অনেক গবেষণারপর জিনতত্ত্ববিদেরা দাবি করেছেন, সময়ের গতিপথ বিচিত্র তাই জীবাশ্ম থেকে ডাইনোসরদের ফিরিয়ে আনা অসম্ভব কিছু নয়।

সম্পর্কিত খবর