শিউরে ভোট অথচ প্রচারে নেই তৃণমূল সাংসদ দেব! তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ দ্বিতীয় দফায় ১ এপ্রিল নির্বাচন ঘাটালে। বাকি আর মাত্র কয়েকটা দিন, অথচ নির্বাচনী প্রচারে দেখা মিলছে না তৃণমূল সাংসদ দেব-র। এমনকি আপাতত ঘাটালে আসার ওনার কোনও পরিকল্পনা নেই বলেই জানা যাচ্ছে। নির্বাচনের পড়ে নিজের কেন্দ্রে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে না আসার জন্য তৃণমূল সাংসদ দেবকে নিয়ে তুমুল জল্পনা ছড়িয়েছে। দলীয় নেতা-কর্মীরাই এখন প্রশ্ন তুলছেন।

নির্বাচনের মুখে স্থানীয় অভিনেতা- সাংসদকে দিয়ে প্রচারে ঝড় তুলতে চাইছে তৃণমূলের নেতা-কর্মীরা। কিন্তু দীপক অভিকারি ওরফে দেব-র সংসদীয় এলাকা ঘাটালের সাতটি বিধানঅভার মধ্যে একটিতেও প্রচারের কোনও পরিকল্পনা নেই। এমনকি স্থানীয় নেতারা অভিনেতা-সাংসদের সঙ্গে যোগাযোগই করতে পারছেন না বলে খবর। ঘাটাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শংকর দলুই বলেন, দেব এখনও আসেন নি ঠিকই, কিন্তু ওনাকে দিয়ে প্রচার করানোর পরিকল্পনা রয়েছে।

dev 1

 

আরেকদিকে, তৃণমূল সাংসদ দীপক অধিকারীর প্রতিনিধি রামাপদ মান্না বলেন, ‘ওনার প্রচারে আসা নিয়ে কোনও পরিকল্পনা নেওয়া হয়নি। উনি আদৌ আসবেন কিনা, তাও জানা নেই আমার। আমার সঙ্গে এই নিয়ে কোনও কথাও হয়নি।” রামাপদ বাবুর এই মন্তব্যের পর চারিদিক থেকে প্রশ্ন ওঠা শুরু হয়েছে।

দলের একাংশের মতে ঘাটালের সাংসদ দেব আর ঘাটালের বিধায়ক শংকর দলুইয়ের সঙ্গে খুব একটা বেশি বনিবনা নেই। এর আগে ঘাটাল কলেজ পরিচালনা কমিটি এবং কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালন সমিতির পুনর্গঠন নিয়ে সাংসদ এবং বিধায়কের মতে কিছুটা মতবিরোধ দেখা গিয়েছিল। তবে দুজনের মতবিরোধে জয়ী হন বিধায়ক শংকর। আর এরপর থেকে ঘাটালে দলীয় কোনও কর্মসূচিতে দেবের দেখা মেলেনি।

আরেকদিকে, দেবের অনুপস্থিতি নিয়ে জল্পনা ওঠার মধ্যে প্রার্থীর নির্বাচনী এজেন্ট বলেন, ‘আমরা জানি উনি খুব ব্যস্ত মানুহ। তবুও আমরা চাইছি উনি যেন একবার এসে ঘাটালে প্রচার করুক। উনি যদি না আসেন, তাহলে জনসাধারণ কেন সাধারণ মানুষের কাছেও ভুল বার্তা যাবে। তবে ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও এখনও যোগাযোগ করে উঠতে পারিনি।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর