হাতে মদের গ্লাস নিয়ে শর্ট স্কার্টে দীপিকা, ‘সীতা মা’এর এ কী রূপ! ট্রোলের মুখে পড়েই মুছলেন ছবি

বাংলাহান্ট ডেস্ক: দীপিকা চিখলিয়া (Dipika Chikhlia), পর্দার মা সীতা। রামানন্দ সাগর পরিচালিত অত‍্যন্ত জনপ্রিয় ‘রামায়ণ’এ সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সীতা হিসাবে এতটাই জনপ্রিয় হয়েছিলেন দীপিকা, যে তাঁকে টিভিতে দেখলেও প্রণাম ঠুকতেন দর্শকেরা। সেই সীতার আজ এ কোন রূপ!

সেই ১৯৮৭ সালে শুরু হয়েছিল রামায়ণ। চলেছিল ১৯৮৮ পর্যন্ত। পরবর্তীকালে দীর্ঘ লকডাউনের সময়ে আবারো টেলিভিশনের পর্দায় ফিরে আসে রামায়ণ। আবারো লাইমলাইটে ফিরে আসেন দীপিকা সহ আইকনিক শোয়ের অন‍্যান‍্য অভিনেতা অভিনেত্রীরা।  তবে বাকিদের তুলনায় দীপিকাই বেশি সক্রিয় থাকেন সোশ‍্যাল মিডিয়ায়।

b1 1653209898
করোনার সময়েও পুরনো কিছু ছবি শেয়ার করে স্মৃতি উসকে দিয়েছিলেন তিনি। তবে এবারে সাম্প্রতিক কিছু ছবি শেয়ার করেছেন দীপিকা, যার জন‍্য তুমুল ট্রোল হতে হয়েছে তাঁকে। এমনকি ছবি মুছে ফেলতেও বাধ‍্য হয়েছেন তিনি।

ছবিগুলিতে আধুনিক পোশাকে দেখা গিয়েছে পর্দার সীতাকে। সাদা শার্ট, কালো শর্ট স্কার্ট, গলায় একটি টাই এবং সাদা স্নিকার্স পরে পোজ দিয়েছেন তিনি। সঙ্গে বেশ কয়েকজন বন্ধুবান্ধবদেরও দেখা গিয়েছে দীপিকার। তার মধ‍্যে একটি ছবিতে তাঁর হাতে মদের গ্লাসও দেখা গিয়েছে। দীপিকা জানিয়েছেন, একটি থিম পার্টিতে গিয়েছিলেন তিনি। তাই এমন পোশাক।

b2 1653209898
কিন্তু নেটনাগরিকরা ছবিগুলি দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। কারোর প্রশ্ন, সীতা মায়ের এটা কোন অবতার? আবার কেউ কটাক্ষ করেছেন হাতে ধরে থাকা পানীয়ের গ্লাসটি নিয়ে। আবার কারোর পরামর্শ, এইসব করে অনুরাগীদের মনে নিজের ভাবমূর্তিটাকে নষ্ট করছেন দীপিকা। দর্শকরা তাঁকে দেবীর সম্মান দিয়েছেন। তাঁকে এসব ছোট পোশাক, পানীয় নিয়ে হুল্লোড় মানায় না। তুমুল সমালোচনার মুখে পড়ে পোস্টটি মুছে ফেললেও দীপিকার ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে।

যদিও এক সংবাদ মাধ‍্যমকে দীপিকা বলেন, তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। তিনি জানেন, সকলে তাঁকে মা সীতা রূপেই দেখে। অনুরাগীদের মনে আঘাত দিতে চাননি তিনি। তাই ছবিগুলি মুছে দিয়েছেন। সঙ্গে তিনি এও জানিয়েছেন, তাঁর হাতে ধরা গ্লাসে মদ ছিল না। তিনি মদ‍্যপান করেন না।

প্রসঙ্গত, শুন মেরি লায়লা ছবির হাত ধরে বলিউডে প্রবেশ করেন দীপিকা চিখলিয়া। এছাড়া রাজেশ খান্নার সঙ্গেও তিন তিনটি ছবিতে অভিনয় করেছেন তিনি, তবে বক্স অফিসে তেমন সাফল‍্য পায়নি ছবিগুলি। কয়েকটি আঞ্চলিক ভাষার ছবিতেও কাজ করেছেন তিনি। এরপর রাজনীতিতে যোগ দিয়ে সাংসদও নির্বাচিত হন দীপিকা। কিন্তু পরে রাজনীতি থেকে বেরিয়ে আসেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর