রাবণকে মোগলদের মতো লাগছে, অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে, আদিপুরুষ-বিতর্কে মন্তব‍্য পর্দার ‘সীতা’র

বাংলাহান্ট ডেস্ক: ‘আদিপুরুষ’ (Adipurush) এর অপর নাম বিতর্ক। এখনো ট্রেলার মুক্তি পায়নি। ছবি প্রেক্ষাগৃহে আসতেও ঢের দেরি। কিন্তু এখন থেকেই নেতিবাচকতা ছড়াচ্ছে আদিপুরুষের বিরুদ্ধে। এর জন‍্য দায়ী মূলত ছবির টিজার। কয়েক সেকেন্ডের টিজারে VFX এর দুর্দশা এবং রাম, রাবণের মতো পৌরাণিঅ চরিত্রগুলির লুক দেখে ক্ষিপ্ত দর্শকরা। পর্দার রাবণকে মোগলদের মতো লাখছে বলেও মন্তব‍্য করেছেন টেলিভিশনের ‘রামায়ণ’ এর সীতা দীপিকা চিখলিয়া (Dipika Chikhlia)।

রামায়ণের কাহিনির উপরে নির্ভর করে তৈরি হচ্ছে ‘আদিপুরুষ’। ছবিতে প্রভাসের চরিত্রের নাম রাঘব এবং সইফ আলি খানকে দেখা যাবে লঙ্কেশ এর চরিত্রে। কিন্তু দর্শকদের অধিকাংশই দাবি করেছেন, সইফের লঙ্কেশ ওরফে রাবণ লুক মোটেই ভাল হয়নি। এ প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন ‘সীতা’ দীপিকা।

Dipika sita
আদিপুরুষ টিজার তিনি দেখেছেন বলে জানিয়ে দীপিকা বলেন, রামায়ণ বাস্তব কাহিনি যার সঙ্গে বহু মানুষের বিশ্বাস এবং আবেগ জড়িয়ে রয়েছে। রামায়ণ যেহেতু মানুষের বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই চরিত্র চিত্রায়ণ, আবেগগুলো ফোটানোর সময় বিশেষ নজর দেওয়া উচিত। দীপিকা বলেন, তিনি বোঝেন যে আধুনিক সময়ে VFX ছবির অত‍্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু VFX ততক্ষণই ভাল যতক্ষণ না সেটা মানুষের ভাবাবেগে আঘাত করে।

সইফের লুক নিয়ে প্রশ্ন করা হলে ছোটপর্দার সীতা বলেন, “আমার মতে চরিত্রগুলি যাতে দর্শকদের আকর্ষণ করে আর যাতে আসল লাগে সেদিকে নজর দেওয়া উচিত। রাবণ তো শ্রীলঙ্কার, তাঁকে মোগলদের মতো দেখতে লাগা উচিত নয়।”

তিনি আরো বলেন, রামানন্দ সাগরের রামায়ণ একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। দর্শকরা চাইছে বড়পর্দার রামায়ণেও চরিত্রেও সেই মিলটা যাতে পাওয়া যায়। খানিকটা ক্ষোভ দেখিয়েই তিনি স্পষ্ট বলেন, হিন্দু দেবদেবীদের নগ্ন ছবি আঁকা হয়। অতিরিক্ত স্বাধীনতা দেওয়া হয়ে যাচ্ছে। এগুলো বন্ধ হওয়া উচিত। দেবদেবীরা হিন্দু সংষ্কৃতির অংশ, তাঁদের অসম্মান করা উচিত নয়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর