গলায় মালা পরিয়ে বিয়ে, মজা করতে গিয়ে রানুকে অশ্লীল মন্তব‍্য! স‍্যান্ডির বিরুদ্ধে সরব পরিচালক হৃষিকেশ মণ্ডল

বাংলাহান্ট ডেস্ক: ফের মাত্রা ছাড়ালেন স‍্যান্ডি সাহা (Sandy Saha)। ভাইরাল গায়িকা রানু মণ্ডলকে (Ranu Mondal) নিয়ে মজা করতে গিয়ে বিষয়টাকে অশ্লীল পর্যায়ে নিয়ে গেলেন তিনি। সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি দেখে ক্ষুব্ধ পরিচালক হৃষিকেশ মণ্ডল। স‍্যান্ডির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন তিনি।

বলিউডে রানু মণ্ডলের বায়োপিক বানাচ্ছেন হৃষিকেশ মণ্ডল (Hrishikesh Mondal)। এ নিয়ে বেশ অনেকদিন ধরেই চর্চায় রয়েছেন রানু। এর মধ‍্যেও ইউটিউবারদের দৌরাত্ম‍্য লেগেই রয়েছে তাঁর বাড়িতে। কিছুদিন আগে হঠাৎ করেই রানাঘাটে রানুর বাড়িতে গিয়ে হাজির হন জনপ্রিয় ইউটিউবার স‍্যান্ডি সাহা। উদ্দেশ‍্য, রানুকে নিয়ে মজার ভিডিও বানান।

Sandy ranu
রীতিমতো রানুর গলায় মালা পরিয়ে বিয়ের ভিডিও বানান তিনি। রানুকে পাশে নিয়ে ছবিও শেয়ার করেছিলেন তিনি সোশ‍্যাল মিডিয়ায়। ক‍্যাপশনে লিখেছিলেন, ‘রানুদিকেও বিয়ে করলাম’। ভাইরাল গায়িকার মুখের অভিব‍্যক্তি দেখেই বোঝা গিয়েছিল তিনি কতটা অস্বস্তিতে রয়েছেন।

একটি ভিডিও শেয়ার করেন স‍্যান্ডি। সেখানেই মজা করতে গিয়ে কার্যত অশালীনতার মাত্রা ছাড়ান তিনি। ভিডিওটি দেখে রেগে আগুন পরিচালক হৃষিকেশ মণ্ডল। সংবাদ মাধ‍্যমের কাছে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। জি ২৪ ঘন্টা ডিজিটালের সঙ্গে সাক্ষাৎকারে পরিচালক প্রশ্ন করেন, ভিউ বাড়ানোর জন‍্য কি কাউকে নিয়ে এমন মজা করা যায়? বিশেষ করে যখন মানুষটা একজন মহিলা এবং মানসিক ভাবে অসুস্থ?

পরিচালক জানান, রানু মণ্ডলকে নিয়ে ছবি বানালেও তাঁকে ‘মিস ইউজ’ তিনি করেননি। আইনি কাজকর্ম মিটিয়ে রানুর অনুমতি নিয়েই ছবিটা বানাচ্ছেন তিনি। তাও ছবির বানানোর জন‍্য রানুর থেকে তাঁর জীবনের অনেক অজানা গল্পও তিনি শুনেছেন। কিন্তু একজন মহিলার সম্মান রক্ষার্থে, শুধুমাত্র দর্শক টানতে সেসব ঘটনা চিত্রনাট‍্যে যোগ করেননি বলে মন্তব‍্য করেন পরিচালক হৃষিকেশ মণ্ডল।

makeup of Ranu Mondal
অন‍্যদিকে স‍্যান্ডি যেটা করেছেন সেটা রানুকে শিল্পী এবং একজন মহিলা হিসাবে অসম্মান করা হয়েছে বলে মনে করেন পরিচালক। স‍্যান্ডিকে নাকি তিনি ব‍্যক্তিগত ভাবে মেসেজও পাঠিয়েছিলেন। উত্তরে ইউটিউবার তাঁকেও অপমান করেছেন বলে অভিযোগ করেন পরিচালক।

সোশ‍্যাল মিডিয়াতেও স‍্যান্ডিকে ধিক্কার জানিয়েছেন হৃষিকেশ মণ্ডল। তিনি লিখেছেন, ‘”পানু মন্ডল” নামে ওনাকে সম্বোধন করে, ওনার মতো অসহায় একা লড়াই করে বেঁচে থাকা, সিনিয়র সিটিজেন এক মহিলার হিউম্যান রাইটসে আঘাত করা হয়েছে। ম্যাটারটা হিউম্যান রাইটসের উদ্বেগে কোর্ট অব্দি গড়াবে। এটা একজন ফিল্ম মেকার হিসেবে আমার মানবিক মূল্যবোধের দ্বায়িত্ব। তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি স্যান্ডি সাহার এই ভাঁড়ামোকে।’

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর