মুখ্যমন্ত্রীর নামে ফেসবুকে নোংরা মন্তব্য, গ্রেপ্তার করতে যাওয়া পুলিশ খেল মার

বাংলাহান্ট ডেস্কঃ কথায় আছে যে কাজ করে সেই বেশী কথা শোনে। তার নামে মন্তব্য সবাই করবে। সামাজিক মাধ্যমে নেতা-মন্ত্রীদের নামে কুরুচিকর কথা নতুন কিছু নয়, সেই ঘটনার দেখা গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিরুদ্ধে আক্রমণাত্মক হতে হয়ে অনেকেই লক্ষণরেখা অতিক্রম করে হাজতে ঠাঁই পেয়েছেন, এমন উদাহরণ একাধিক আছে। হাবরায় তেমনি এক ঘটনারই মামুলি পুনরাবৃত্তি ঘটতে গিয়ে হয়ে গেল ব্যতিক্রমী ঘটনা। ঘটে গেল লংকা কান্ড, উল্টে মার খেয়ে বসলো পুলিশ, আর এই খবর ছড়িয়ে পড়লো দাবানলের মতো। ঘটনা ঘটেছে শুক্রবার রাতে হাবরা(Habra) থানার অন্তর্গত কৈপুকুর এলাকায়। ঘটনায় দুই পুলিশ কর্মী জখম হয়েছেন।

   

সূত্রের জানা গিয়েছে, কৈপুকুরের অমিত রায় নামে এক যুবক সামাজিক মাধ্যমে কিছু লিখেছেন, যেখানে মুখ্যমন্ত্রীকে নিশানা করা হয়েছে এবং তাকে আপত্তিকর ভাষায় আক্রমণ করা হয়েছে বলে স্থানীয় এক যুবক অমিতের নামে হাবরা থানায় অভিযোগ দায়ের করে। রাতের দিকে পুলিশ অমিতের বাড়িতে যায় এবং তাকে গ্রেফতারের চেষ্টা করে, তখন হঠাৎ পরিস্থতি বিগড়ে যায়। বাধা দেন অমিতের বাবা অমর রায়। তীব্র প্রতিবাদ করেন তিনি। শুরু করা হয় কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি। পুলিশের সঙ্গে শুরু হয় হাতাহাতি, সেইসময় আচমকাই শাবল নিয়ে এসে দুই পুলিশের ওপর চড়াও হয় পিতা পুত্র।

অমিতকে গ্রেফতার করতে গিয়েছিলেন এসআই রাখহরি ঘোষ এবং কনস্টেবল অভিজিৎ ঘোষ সহ আরও কয়েকজন কনস্টেবল। পিতা পুত্রের আক্রমণে রাখহরি ঘোষের মাথা ফেটেছে আর অভিজিৎ ঘোষের হাতে চোট লেগেছে। দুজনকেই হাবরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনকেই চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অন্য পুলিশরা পিতা-পুত্রকে নিরস্ত্র করতে সক্ষম হয় এবং দুজনকেই গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। কেননা পুলিশ কাউকে গ্রেফতার করতে গিয়ে এভাবে যুদ্ধে জড়িয়ে পড়েছে , তেমন ঘটনা সত্যি বিরল।

সম্পর্কিত খবর