জোটের প্রার্থী তালিকা প্রকাশঃ নন্দীগ্রামের আসন নিয়ে আলোচনা চলছে, বাকিটা ২ দিনের মধ্যেই জানানো হবে

বাংলাহান্ট ডেস্কঃ দুপুরে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর বিকেল হতে না হতেই প্রকাশিত হচ্ছে বাম-কংগ্রেস-ISF জোটের প্রার্থী তালিকা। নন্দীগ্রামের প্রার্থী এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন বিমান বসু (Biman Bose)। নন্দীগ্রামের আসন নিয়ে আলোচনা চলছে এবং বাকি প্রার্থীদের নাম আগামী দুদিনের মধ্যে ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন বিমান বসু।

দেখে নিন প্রার্থী তালিকা-

হলদিয়ার প্রার্থী মণিকা কর পাইক।

মেদিনীপুরের প্রার্থী তরুণ কুমার ঘোষ।

জয়পুরের প্রার্থী ধীরেন মাহাতো।

কাশীপুরের প্রার্থী মল্লিকা মাহাতো।

পারার প্রার্থী স্বপন বাউড়ি।

ছাতনার প্রার্থী ফাল্গুনি মুখোপাধ্যায়।

রানীবাঁধের প্রার্থী দেবলীনা হেমব্রম।

গোসাবার প্রার্থী অনিল চন্দ্র মণ্ডল।

সাগরের প্রার্থী শেখ মুকুলেশ্বর রহমান।

পাঁশকুড়া পূর্বের প্রার্থী শেখ ইব্রাহিম আলি।

পাঁশকুড়া পশ্চিমের প্রার্থী চিত্ত দাস ঠাকুর।

নন্দকুমারের প্রার্থী করুণা শঙ্কর ভৌমিক।

হলদিয়ার প্রার্থী মণিকা কর ভৌমিক।

চণ্ডীপুরের প্রার্থী আশীষ গুছাইত।

নারায়ণগড়ের প্রার্থী তাপস সিনহা।

ডেবরার প্রার্থী রামকৃষ্ণ মণ্ডল।

ঘাটালের প্রার্থী কমল দোলুই।

শালবনির প্রার্থী সুশান্ত ঘোষ।

মেদিনীপুরের প্রার্থী তরুণ কুমার ঘোষ।

জয়পুরের প্রার্থী ধীরেন মাহাতো।

সিপিআই-পটাশপুরের প্রার্থী সৈকত গিরি।

কাঁথি উত্তরের প্রার্থী সুতনু মাইতি।

খেজুরির প্রার্থী হিমাংশু দাস।

কাঁথি দক্ষিণের প্রার্থী অনুরূপ পণ্ডা।

রামনগরের প্রার্থী সব্যসাচী জানা।

দাঁতনের প্রার্থী শিশির পাত্র।

নয়াগ্রামের প্রার্থী হরিপদ সোরেন।

গোপীবল্লভপুরের প্রার্থী প্রশান্ত দাস।

ঝাড়গ্রামের প্রার্থী মধুজা দাস।

খড়গপুরের প্রার্থী শেখ সাদ্দাম আলি।

চণ্ডীপুরের প্রার্থী আশিস গুছাইত।

কেশপুরের প্রার্থী রামেশ্বর দোলুই।

তালড্যাংরার প্রার্থী মনোরঞ্জন পাত্র।

বড়জোড়ার প্রার্থী সুজিত চক্রবর্তী।

ওন্দার প্রার্থী তারাপদ চক্রবর্তী।

ইন্দাসের প্রার্থী নয়ন শীল।

সোনামুখীর প্রার্থী অজিত রায়।

কেশিয়াড়ির প্রার্থী পুলিনবিহারী বাস্কে।

বিনপুরের প্রার্থী দিবাকর হাঁসদা।

তমলুকের প্রার্থী গৌতম পণ্ডা।

মানবাজারের প্রার্থী যামিনীকান্ত মান্ডি।

পুরুলিয়ায় কংগ্রেসের প্রার্থী।

বলরামপুরে কংগ্রেসের প্রার্থী।

রঘুনাথপুরে আইএসএফ-র প্রার্থী।

বাঘমুন্ডিতে কংগ্রেসের প্রার্থী।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর