ক্রপ টপের ফাঁকে উন্মুক্ত কোমরের ঝটকা, তুমুল ভাইরাল দিশার ডান্স ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: লাইমলাইট নিজের ওপর কীভাবে ধরে রাখতে হয় দিশা পাটানির (disha patani) থেকে ভাল বোধহয় আর কেউই জানেন না। নিত্যনতুন ফটোশুটে অনুরাগীদের মনে ঝড় তুলতে তাঁর জুড়ি মেলা ভার। স্টাইলিশ ওয়েস্টার্ন পোশাকে নিজেকে কীভাবে মেলে ধরতে হয় সেটাও খুব ভাল করেই জানেন দিশা পাটানি। এমনি এমনি কি আর ইনস্টাগ্রামে তাঁর ভক্তদের ঢল!

Disha Patani 1
দিশা পাটানি মানেই নতুন স্টাইল স্টেটমেন্ট। নতুন প্রজন্মের এই সুন্দরী নায়িকাকে ইনস্টাগ্রাম ‘সেনসেশন‘ বললে বোধ হয় খুব একটা ভুল বলা হয় না। নেটিজেনদের বুকে ঝড় তোলার জন্য তাঁর একটি ছবিই যথেষ্ট।

https://www.instagram.com/p/B_6ou_HA5o3/?igshid=z39lc0ei5pjt

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রায়ই নিত্যনতুন ছবি শেয়ার করেন দিশা। জনপ্রিয় ব্র্যান্ড কেলভিন ক্লেইন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন দিশা পাটানি। তাই এই ব্র্যান্ডের হয়ে প্রায়ই ফটোশ্যুট করতে দেখা যায় তাঁকে।

https://www.instagram.com/p/CAe7yB9AWyR/?igshid=1p5y3274giphv

তবে এবারে নাচের একটি ভিডিও শেয়ার করেছেন দিশা। বেয়ন্সের গানের সুরে কোমর দোলাতে দেখা গিয়েছে তাঁকে। ইতিমধ‍্যেই ১৬ লক্ষ ভিউ হয়ে গিয়েছে এই ভিডিওতে। দিশার নাচের প্রশংসা করে কমেন্ট করেছেন অভিনেত্রী এলি আব্রামও

https://www.instagram.com/p/CAkI2n-A6hy/?igshid=11wq81ih423kd

প্রসঙ্গত, এর আগেও নাচের ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছে দিশা পাটানিকে। কোয়ারেন্টাইনে  কখনও বাড়িতে বসে নেচে উঠেছেন তিনি আবার কখনও পুরনো ছবির নাচের দৃশ‍্যও শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর