ছাঁটাইয়ে নাম লেখাল Disney-ও, এক ধাক্কায় কাজ হারালেন ৭০০০ কর্মী, আর কারা চলল এই পথে?

বাংলাহান্ট ডেস্ক: বিশ্ব জুড়ে আর্থিক মন্দার জেরে ব্যাপক হারে ছাঁটাই (recession) চলছে বিভিন্ন সংস্থায়। কাজ হারাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। বিশ্বের সব নামী সংস্থাগুলিই এক ধাক্কায় একাধিক মানুষকে ছাঁটাই করে দিয়েছে। এর মধ্যে রয়েছে অ্যামাজন (Amazon), গুগলের (Google) মতো সংস্থাগুলি। এ বার ডিজনির (Disney) নামও জুড়ে গেল এই সংস্থাগুলির তালিকায়। এক ধাক্কায় সাত হাজার কর্মীকে ছাঁটাই করে দিল ডিজনি। 

বিনোদনের দুনিয়ায় ডিজনি একটি অতি পরিচিত নাম। সেই সংস্থাও এ ভাবে ছাঁটাই করে দেওয়ায় বিনোদন দুনিয়ায় আতঙ্ক বেড়েছে। এ বার তবে কার পালা? ডিজনির সিইও বব আইগার জানিয়েছেন, ৫.৫ বিলিয়ন ডলার বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একইসঙ্গে সংস্থার বার্ষিক রিপোর্টে জানানো হয়েছে, গ্রাহক বৃদ্ধির হারও কমে গিয়েছে। এই কারণগুলির জন্যেই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

recession

গত বুধবার একই ভাবে ১৩০০ কর্মী ছাঁটাই করেছিল জুম (Zoom)। তার আগে সোমবার ডেলও ৬ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল। করোনার পর আর্থিক মন্দায় ভুগছে বিশ্ব। গত জানুয়ারিতে একাধিক টেক সংস্থা প্রায় ৫০ হাজার কর্মী ছাঁটাই করেছে। দেখে নিন গত ৬ মাসে কোন বড় সংস্থাগুলি কর্মী ছাঁটাই করেছে।

১। অতি সম্প্রতি ১৩০০ কর্মী ছাঁটাই করেছে জুম। সংস্থার মোট কর্মীসংখ্যার ১৫ শতাংশকেই ছাঁটাই করে ফেলেছে তারা। সংস্থার ব্লগে একটি পোস্ট করে এই ঘোষণা করেছিলেন সিইও এরিক ইউয়ান (Eric Yuan)।

২। সোমবার ৬ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছিল ডেল টেকনোলজিস (Dell)। গোটা বিশ্বের কর্মীসংখ্যার ৫ শতাংশকে তারা ছাঁটাই করতে চায়। সংস্থার সহ-সিইও জেফ ক্লার্ক (Jeff Clarke) কর্মীদের জানান, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাজার। সেই কারণেই এই সিদ্ধান্ত।

recession

৩। এডুটেক সংস্থা বাইজুসও (Byjus) প্রায় ১৫০০ কর্মী ছাঁটাই করে ফেলেছে। তারাও খরচ কমাতে ছাঁটাই করেছে বলে জানা গিয়েছে। গত অক্টোবরেও তারা প্রায় ২৫০০ কর্মী অর্থাৎ কর্মীসংখ্যার ৫ শতাংশকে ছাঁটাই করেছিল।

৪। একই কাজ করতে পারে মেটাও (Meta)। আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেছেন সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। জানা গিয়েছে, তারাও ছাঁটাই করতে পারে। গত নভেম্বরে কর্মীসংখ্যার ১৩ শতাংশকেই ছাঁটাই করে ফেলে তারা। 

recession

 

৫। জানুয়ারিতে ৩৮০ জনকে ছাঁটাই করেছিল খাবার ডেলিভারি সংস্থা সুইগি (Swiggy)। সিইও শ্রীহর্ষ মাজেতি (Sriharsha Majety) জানিয়েছিলেন, খাবার ডেলিভারির ক্ষেত্রে বৃদ্ধির হার কমে গিয়েছে। তাই জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

৬। জানুয়ারিতেই গুগলের অভিভাবক সংস্থা অ্যালফাবেট (Alphabet) ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সিইও সুন্দর পিচাই (Sundar Pichai) একটি মেমোর মাধ্যমে এই খবর দিয়েছিলেন কর্মীদের।

recession

৭। বিশ্বের অন্যতম সেরা সফটওয়্যার সংস্থা মাইক্রোসফট (Microsoft) জানুয়ারিতে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছে। সংস্থার কর্মীসংখ্যার ৫ শতাংশকেই বাদ দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, গত অক্টোবরে ১ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল তারা। গত বছরের জুলাইতেও কর্মী ছাঁটাই করেছিল সংস্থাটি।

৮। জানুয়ারিতে বিশাল ছাঁটাই অভিযান চালিয়েছিল অ্যামাজনও (Amazon)। সিইও অ্যান্ডি জ্যাসি (Andy Jassy) জানিয়েছিলেন বিশ্ব জুড়ে ১৮ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছিল। শুধু ভারতেই ১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছিল তারা। ছাঁটাই হওয়া কর্মীদের পাঁচ মাসের আগাম বেতন দিয়ে দিয়েছিল সংস্থা।

recession

৯। জানুয়ারিতেই একই কাজ করেছিল আইবিএম কর্পও (IBM)। তারা ৩৯০০ জন কর্মীকে ছাঁটাই করেছে। চতুর্থ ত্রৈমাসিকে বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণ না করতে পারায় এই সিদ্ধান্ত নিয়েছিল তারা।

১০। রিপোর্ট অনুযায়ী, এ বার একই কাজ করতে পারে টুইটারও (Twitter)। ইলন মাস্ক (Elon Musk) ইতিমধ্যেই টুইটারের প্রোডাকশন বিভাগের ৫০ জন কর্মীকে ছাঁটাই করতে পারেন। গত অক্টোবরে টুইটার কেনার পরেই ৭৫০০ কর্মীকে ছাঁটাই করেন মাস্ক। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর