বড় ধাক্কা! CBI হাজিরায় স্থগিতাদেশ চেয়ে পরেশ অধিকারীর আবেদন গ্রাহ্যই করল না ডিভিশন বেঞ্চ

বাংলাহান্ট ডেস্ক : গতকালের দেওয়া হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ স্থগিত করার আবেদন করে আজই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মন্ত্রী পরেশ অধিকারী। আজ দুপুরেই এই মামলা ওঠে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে। কিন্তু রক্ষাকবচ বা স্থগিতাদেশ দেওয়া তো দূর, তাঁর এই আবেদন গ্রহণ অবধি করল না আদালত।

হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এহেন সিদ্ধান্তের ফলে থেকেই গেল এই মামলার অনিশ্চয়তা। ফলে সিবিআই দপ্তরে হাজিরা দিচ্ছেন নাকি দিচ্ছেন না পরেশ অধিকারী কাটল না সেই ধোঁয়াশাও। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী এবং তাঁর মেয়ের করা মামলাটি এবার যাবে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। তিনিই স্থির করবেন এই মামলার ভবিষ্যৎ।

গতকালই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে এসএসসি কেলেঙ্কারির অভিযোগ এনে সিবিআই তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকাল রাত ৮টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয় মন্ত্রীকে। কিন্তু পরেশ অধিকারী গতকালের শুনানির সময় কোচবিহারের মেখলিগঞ্জে থাকায় ভৌগোলিক কারণেই সম্ভব হয়নি হাজিরা দেওয়া। বুধবার বেলায় কলকাতায় এসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই রায়ের স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন তিনি। কিন্তু কার্যতই সেই আবেদন শুনল অবধি না হাইকোর্ট।

২০১৮ সালে বাম আমলের খাদ্যমন্ত্রী পরেশ অধিকারীর তৃণমূলে যোগ দেওয়ার পরই মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদে নিয়োগ হয় মন্ত্রি কন্যা অঙ্কিতার। অভিযোগ ভুয়ো ভাবে মেধাতালিকায় ঢোকানো হয় অঙ্কিতার নাম। আসল মেধা তালিকায় প্রথম স্থানে থাকা ববিতা বর্মণের অভিযোগের ভিত্তিতেই পরেশ অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের প্রেক্ষিতে বুধবার তাঁদের করা মামলা ওঠে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর